মুম্বই : এ বছরের ফেমিনা মিস ইন্ডিয়া-র তাজ উঠল কর্নাটকের সিনি শেট্টীর মাথায় ৷ রবিবার মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হয় ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়ার চূড়ান্ত পর্ব ৷ সেই মঞ্চেই বিজয়িনী ঘোষণা করা হয় ২১ বছর বয়সি সিনিকে ৷ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজস্থানের রুবল শেখাওয়াত ৷ তৃতীয় স্থানাধিকারিণী উত্তরপ্রদেশের শিনাটা চহ্বন ৷ বিভিন্ন রাজ্যের ৩১ জন সুন্দরীকে পরাজিত করে নির্বাচিত হলেন এই তিন বিজয়িনী ৷
তারকাখচিত রাতে অনুষ্ঠানে জুরি প্যানেলে হাজির ছিলেন বলিউডের নেহা ধুপিয়া, দিনো মোরিয়া, মালাইকা অরোরা, ডিজাইনার রোহিত গান্ধি ও রাহুল খন্না, কোরিয়োগ্রাফার শমক দাভর, প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ-সহ অন্যান্যরা ৷ ২০২১ সালের ফেমিনা মিস ইন্ডিয়া তেলঙ্গনার মানসা বারাণসী নিজের হাতে মিস ইন্ডিয়া-র শিরোপা পরিয়ে দেন সিনিকে ৷ চলতি বছরে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মঞ্চে বারতের প্রতিনিধিত্ব করবেন সিনি ৷ প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স নেহা ধুপিয়া বলেন এই অভিজ্ঞতা জীবনে অমূল্য ৷ তাঁরও পুরনো স্মৃতি ফিরে এসেছে বলে জানান নেহা ৷
আরও পড়ুন : নেচে, গানে মাতালেন সিধু, ঐশ্বর্য, পায়েলরা, 'ক্লিক'-এর নতুন সিরিজ এনক্রিপটেড-এর প্রিমিয়ার পার্টি
View this post on Instagram
আরও পড়ুন : কখনও Topless, কখনও Backless! বোল্ডনেসে উর্ফি জাভেদকে কয়েক গোল দিতে পারেন সাক্ষী চোপড়া, হট অবতারে তোলপাড়
‘‘এই সুন্দরী তরুণীরা উৎসাহে ভরপুর ৷ ওঁদের দেখে আমার নিজের যাত্রাপথের সব মুহূর্ত মনে পড়ছে ৷ এই তরুণীরা নিজেদের শক্তি ও আভিজাত্যে বিশ্বের মুখোমুখি হতে সমর্থ ৷ অতিমারি আবহে ডিজিটাল পদ্ধতি নিয়ে অনেক প্রতিকূলতা এসেছে ঠিকই ৷ কিন্তু তবুও আমার মনে হয় এই যাত্রাপথ যথেষ্ট রোমাঞ্চকর হবে ৷ ’’ বলেছেন নেহা ধুপিয়া ৷ তাঁর পাশাপাশি এ দিনের রেড কার্পেট আলো করে ছিলেন মালাইকা অরোরা ও কৃতী শ্যানন ৷ তাঁদের ফ্যাশনিস্তা রূপ ছিল চোখ ধাঁধাঁনো ৷ মালাইকার পরনে ছিল সোনালি সূচিশিল্পের পোশাক ৷ রেড কার্পেটে উজ্জ্বল সোনালি পোশাকে তিনি মোহময়ী হয়ে দেখা দেন বিপজ্জনক শরীরী বিভঙ্গে ৷ রেড কার্পেটে তাঁকে অভিবাদন জানান নেহা ধুপিয়া ৷ ঝলমলে এই সন্ধ্যার জন্য তিনিও পরেছিলেন উজ্জ্বল গাউন ৷ গ্ল্যামার প্রাঙ্গনের এই শো-এর সঞ্চালক ছিলেন মণীশ পল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।