TRENDING:

Alia Bhatt to Ranbir Kapoor: এটা কাপুর ডে! রণবীরের 'শামশেরা' মুক্তির দিনে স্ত্রী আলিয়ার এক অভিনব প্রচার

Last Updated:

Alia Bhatt to Ranbir Kapoor: আলিয়াকে একটি নীল টি-শার্ট পরতে দেখা গিয়েছে যাতে হিন্দিতে 'কাপুর' লেখা রয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মা হবেন আলিয়া ভাট। সম্প্রতি হলিউডের প্রথম সিনেমা সেরে মুম্বই ফিরলেন অভিনেত্রী। স্বামী রণবীরের প্রশংসায় তিনি পঞ্চমুখ। রণবীর কাপুরের বহু প্রতিক্ষিত সিনেমা 'শামশেরা' আজ মুক্তি পেল হলে। স্ত্রী আলিয়া ভীষণভাবেই উচ্ছ্বসিত।
advertisement

ইনস্টাগ্রামে আলিয়া ভাট রণবীরের সঙ্গে একটা মিষ্টি সেলফি পোস্ট করেছেন। আলিয়াকে একটি নীল টি-শার্ট পরতে দেখা গিয়েছে যাতে হিন্দিতে 'কাপুর' লেখা রয়েছে। তিনি একটি জ্যাকেট পরেছেন। কোন মেকআপ ছাড়া ছবিটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ক্যাপশনে লিখেছেন, "এটি কাপুর ডে! এখন প্রেক্ষাগৃহে চলছে শামশেরা!!!! দেখতে যান ❤️💥।" দেখে নিন সেই ছবি...

advertisement

তিনি ছবিটি শেয়ার করার পরই ভক্তদের হার্ট ইমোজির বন্যা বয়ে গেছে। তাঁরা রণবীরকে তার বিশেষ দিনে সমর্থন করার জন্য আলিয়ার প্রশংসা করছিলেন।

আরও পড়ুন: অভিনয়ে অনবদ্য রণবীর, তবে 'শামশেরা'র শাপমুক্তি ঘটল কই!

আলিয়া এবং রণবীর এই বছরের এপ্রিলে বিয়ে করেছিলেন। শীঘ্রই তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। ঘোষণাটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন অভিনেত্রী। তারপরেই ভক্তদের উচ্ছ্বাসায় ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। আলিয়া তাঁদের আল্ট্রাসাউন্ড টেস্ট করার সময় সেখান থেকে রণবীরের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, "আমাদের শিশু... শীঘ্রই আসছে।"

advertisement

আরও পড়ুন: তিনি সবার জন্য অনুপ্রেরণা! নীরবে ক্যান্সারের সঙ্গে লড়াই করে 'শামশেরা'র অভিনয় শেষ করলেন সঞ্জয় দত্ত

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, আলিয়া 'হার্ট অফ স্টোন'-এ গ্যাল গ্যাডটের সঙ্গে হলিউডে অভিষেক করবেন। শিগগিরই রণবীরের সঙ্গে 'ব্রহ্মাস্ত্র'-এ দেখা যাবে তাঁকে। বিয়ের পর এটি তাঁদের প্রথম ছবি। রণবীর সিং-এর সঙ্গে তার 'রকি অর রানি কি প্রেম কাহানি'ও রয়েছে তাঁর কাজের ঝুলিতে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt to Ranbir Kapoor: এটা কাপুর ডে! রণবীরের 'শামশেরা' মুক্তির দিনে স্ত্রী আলিয়ার এক অভিনব প্রচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল