TRENDING:

বক্স অফিসে ‘টাইগার’ ঝড়, ছবিটি নাকি মোদির থেকে অনুপ্রাণিত !

Last Updated:

বক্স অফিসে ফের ঝড় তুললেন সলমন খান ৷ মোটে সাত দিনেই ২০০ কোটির ক্লাবে সলমনের টাইগার জিন্দা হ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বক্স অফিসে ফের ঝড় তুললেন সলমন খান ৷ মোটে সাত দিনেই ২০০ কোটির ক্লাবে সলমনের টাইগার জিন্দা হ্যায়৷ এই ছবি সাফল্য পাওয়ায় বেশ খুশি টাইগার টিম ৷ তবে পরিচালক আলি আব্বাস জাফর সম্প্রতি জানিয়েছেন, এই ছবি নাকি অনুপ্রাণিত নাকি প্রধানমন্ত্রী মোদির থেকে !
advertisement

সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিতে গিয়ে পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, ‘২০১৪-এ যেভাবে মোদি সরকার ইরাকে আইসিসের কবল থেকে ৪৬ জন ভারতীয় নার্সকে রক্ষা করেছিল, সেই ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে এই ছবি তৈরি করেছেন তিনি। বিশেষ করে প্রধানমন্ত্রীর ভূমিকায় উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি। সেই সময় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে সঙ্গে নিয়ে ১০ দিন একটানা কাজ করেছিলেন মোদি। ইরাক থেকে সব ভারতীয় নার্সকে উদ্ধার করিয়ে এনেছিলেন তিনি। এই ঘটনাটি আমায় অনুপ্রাণিত করে। আমি চিত্রনাট্য লিখতে শুরু করি। সেটাই রূপ নেয় টাইগার জিন্দা হ্যায়-তে’ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বক্স অফিসে ‘টাইগার’ ঝড়, ছবিটি নাকি মোদির থেকে অনুপ্রাণিত !