TRENDING:

Albert Kaboo Lepcha: শিশুকন্যাকে হারিয়ে শোকস্তব্ধ ‘সারেগামাপা’-র রানার আপ সঙ্গীতশিল্পী অ্যালবার্ট কাবো লেপচা

Last Updated:

Albert Kaboo Lepcha: সমাজমাধ্যমে এই দুঃসংবাদ জানিয়েছেন কাবো। তাঁর জীবনের এই শোকস্তব্ধ মুহূর্তে হতবাক অনুরাগীরাও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জি বাংলার সারেগামাপা-র গত মরশুমে বিজয়ী না হয়েও অ্যালবার্ট কাবো লেপচা জয় করে নিয়েছিলেন দর্শক শ্রোতাদের মন। তিনি প্রতিযোগিতায় খাতায় কলমে দ্বিতীয় স্থান পেয়েছিলেন। কিন্তু দর্শকদের পছন্দের নিরিখে কালিম্পংয়ের এই ভূমিপুত্রই ছিলেন এই জনপ্রিয় রিয়্যালিটি শো-এর সেরা। হৃদয় জয় করে নেওয়া এই গায়কের পোস্ট এ বার তাঁর অনুরাগীদের চোখে জল এনে দিল। মন ভেঙে দেওয়া শোকসংবাদ জানিয়েছেন কাবো। সম্প্রতি তিনি হারিয়েছেন তাঁর শিশুকন্যাকে। সমাজমাধ্যমে এই দুঃসংবাদ জানিয়েছেন কাবো। তাঁর জীবনের এই শোকস্তব্ধ মুহূর্তে হতবাক অনুরাগীরাও।
advertisement

রিয়্যালিটি শো-এর মঞ্চেই স্ত্রী পূজা ও সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন কাবো। তিনি যে বিবাহিত সে খবর জানতেন না অধিকাংশ অনুরাগীই। কাবো জানান তাঁর স্বপ্নপূরণের শরিক স্ত্রী পূজা। তিনি যখন সারেগামাপা নিয়ে ব্যস্ত ছিলেন, তখন স্ত্রী পূজা সামলেছেন ঘরসংসার এবং শিশুকন্যাকে। সারেগামাপা-র শো-এ দর্শকাসনে একরত্তি মেয়েকে কোলে নিয়ে বসে থাকতেন কাবোর স্ত্রী পূজা ছেত্রী। এই দৃশ্যের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিলেন দর্শকরা। এখন তাঁরা মেনে নিতেই পারছেন না যে ওই দুধের শিশু সকলকে ছেড়ে চলে গিয়েছে বহু দূরে।

advertisement

এর আগে কাবো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁরা কলকাতার নামী হাসপাতালে চিকিৎসা করিয়েছেন ছোট্ট মেয়ের৷ কিন্তু সকলের সব প্রচেষ্টা ব্যর্থ করে চিরদিনের মতো ঘুমিয়ে পড়ল ছোট্ট ইভলিন৷

বুধবার মেয়ের সঙ্গে তাঁর নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন কাবো৷ ছবির ক্যাপশনে লেখেন ‘‘পর্ব শেষ হয়েছে, তবে যাত্রা শেষ হয়নি এখনও৷ আমাদের জীবনে এখনও পর্যন্ত সুমধুরতম গান গেয়েছো তুমি৷ ধ্রুবতারা হয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে যেয়ো বরাবর৷ অন্য দেশে ভাল থাকো৷ শান্তিতে বিশ্রাম নাও ইভলিন লেপচা৷’’ হৃদয়বিদারক বার্তার নীচে স্ত্রীর সঙ্গে নিজের নাম লেখেন শিল্পী কাবো৷ তাঁর পোস্ট শেয়ার করে সমবেদনা জানিয়েছেন সঙ্গীতশিল্পী জোজো৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জীবনের এই চূর্ণ মুহূর্তে কাবোর পাশে রয়েছেন তাঁর অনুরাগীরা৷ ঈশ্বর এই শোক সহ্য করার শক্তি কাবো ও তাঁর স্ত্রী পূজাকে দিন৷ প্রার্থনা নেটিজেনদের৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Albert Kaboo Lepcha: শিশুকন্যাকে হারিয়ে শোকস্তব্ধ ‘সারেগামাপা’-র রানার আপ সঙ্গীতশিল্পী অ্যালবার্ট কাবো লেপচা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল