রিয়্যালিটি শো-এর মঞ্চেই স্ত্রী পূজা ও সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন কাবো। তিনি যে বিবাহিত সে খবর জানতেন না অধিকাংশ অনুরাগীই। কাবো জানান তাঁর স্বপ্নপূরণের শরিক স্ত্রী পূজা। তিনি যখন সারেগামাপা নিয়ে ব্যস্ত ছিলেন, তখন স্ত্রী পূজা সামলেছেন ঘরসংসার এবং শিশুকন্যাকে। সারেগামাপা-র শো-এ দর্শকাসনে একরত্তি মেয়েকে কোলে নিয়ে বসে থাকতেন কাবোর স্ত্রী পূজা ছেত্রী। এই দৃশ্যের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিলেন দর্শকরা। এখন তাঁরা মেনে নিতেই পারছেন না যে ওই দুধের শিশু সকলকে ছেড়ে চলে গিয়েছে বহু দূরে।
advertisement
এর আগে কাবো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁরা কলকাতার নামী হাসপাতালে চিকিৎসা করিয়েছেন ছোট্ট মেয়ের৷ কিন্তু সকলের সব প্রচেষ্টা ব্যর্থ করে চিরদিনের মতো ঘুমিয়ে পড়ল ছোট্ট ইভলিন৷
বুধবার মেয়ের সঙ্গে তাঁর নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন কাবো৷ ছবির ক্যাপশনে লেখেন ‘‘পর্ব শেষ হয়েছে, তবে যাত্রা শেষ হয়নি এখনও৷ আমাদের জীবনে এখনও পর্যন্ত সুমধুরতম গান গেয়েছো তুমি৷ ধ্রুবতারা হয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে যেয়ো বরাবর৷ অন্য দেশে ভাল থাকো৷ শান্তিতে বিশ্রাম নাও ইভলিন লেপচা৷’’ হৃদয়বিদারক বার্তার নীচে স্ত্রীর সঙ্গে নিজের নাম লেখেন শিল্পী কাবো৷ তাঁর পোস্ট শেয়ার করে সমবেদনা জানিয়েছেন সঙ্গীতশিল্পী জোজো৷
জীবনের এই চূর্ণ মুহূর্তে কাবোর পাশে রয়েছেন তাঁর অনুরাগীরা৷ ঈশ্বর এই শোক সহ্য করার শক্তি কাবো ও তাঁর স্ত্রী পূজাকে দিন৷ প্রার্থনা নেটিজেনদের৷