TRENDING:

Akshay Kumar : 'আমি ক্ষমা চাইছি', পানমশলার বিজ্ঞাপন নিয়ে বড় সিদ্ধান্ত অক্ষয়ের

Last Updated:

Akshay Kumar : পানমশলার বিজ্ঞাপনের অংশ হওয়ায় নেটিজেনের রোষের মুখে পড়েন অক্ষয়। নেট দুনিয়া জুড়ে চলে তুমুল ট্রোলিং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পানমশলার বিজ্ঞাপনের জন্য বিতর্কে জড়িয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। অবশেষে টুইট করে জানালেন, তিনি এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়াচ্ছেন। পানমশলার বিজ্ঞাপনের অংশ হওয়ায় নেটিজেনের রোষের মুখে পড়েন অক্ষয়। নেট দুনিয়া জুড়ে চলে তুমুল ট্রোলিং। আর তাই এবার এই সিদ্ধান্ত নিলেন অক্ষয়।
রাজনীতিতে যোগ দিচ্ছেন অক্ষয়? পরিকল্পনা কী?
রাজনীতিতে যোগ দিচ্ছেন অক্ষয়? পরিকল্পনা কী?
advertisement

এই বিজ্ঞাপনে অক্ষয়ের সঙ্গে দেখা গিয়েছে আরও দুই অভিনেতা শাহরুখ খান ও অজয় দেবগণকে। তিন প্রভাবশালী তারকা গুটখার হয়ে প্রচার করছেন, এই বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি তাঁদের অনুরাগী সহ নেটিজেনরা। আর তাই শুরু হয় সমালোচনা। এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন তিন জনেই। অবশেষে ট্যুইটারে নীরবতা ভাঙলেন অক্ষয়।

অক্ষয় লিখছেন, "আমি দুঃখিত। আমি আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর কাছে ক্ষমা চাইছি। বিগত কয়েকদিনে আপনাদের প্রতিক্রিয়া আমায় গভীর ভাবে প্রভাবিত করেছে।" এর পরেই অক্ষয় জানিয়েছেন, তিনি এই পানমশলার ব্র্যান্ড থেকে সরে দাঁড়াচ্ছেন।

advertisement

আরও পড়ুন- হ্যাক রুদ্রনীলের ইনস্টাগ্রাম! চড়া দামে বিক্রি হচ্ছে অভিনেতার অ্যাকাউন্ট?

অভিনেতা লিখছেন, "আমি নম্রতার সঙ্গে এর থেকে সরে দাঁড়াচ্ছি। এই এনডোর্সমেন্ট থেকে পাওয়া টাকা একটি বিশেষ উদ্দেশ্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চুক্তি হয়ে আছে। তাই আইন মেনেই নির্দিষ্ট সময় পর্যন্ত ব্র্যান্ডটি এই বিজ্ঞাপন দেখাবে। কিন্তু ভবিষ্যতে আমি খুব সতর্ক থাকব এই ধরনের সিদ্ধান্তের ব্যাপারে। বদলে আমি সব সময়ে আপনাদের ভালবাসা ও শুভকামনা চাইব।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু
আরও দেখুন

অক্ষয়ের এই ট্যুইট তাঁর অনুরাগীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তাঁর এই সিদ্ধান্তকে কুর্ণিশ জানিয়েছেন। তবে এখন দেখার আরও দুই তারকা অর্থাৎ শাহরুখ ও অজয় এই নিয়ে কিছু বলেন কি না।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Akshay Kumar : 'আমি ক্ষমা চাইছি', পানমশলার বিজ্ঞাপন নিয়ে বড় সিদ্ধান্ত অক্ষয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল