সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকারও হয়েছিলেন তিনি। পরে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছিলেন অক্ষয়। এত বিতর্কের পর ফের কেন ফিরলেন অক্ষয়?
আরও পড়ুন: ‘আমার কাজ জামাকাপড়…’ মঞ্চে উঠেই বিস্ফোরক শিল্পার স্বামী! পর্নকাণ্ডের পর রাজের ঠাট্টাতেও যৌনতা?
হেডফোন লাগিয়ে গান শুনছেন অক্ষয়। নীচ থেকে গাড়িতে বসে ডেকেই চলেছেন শাহরুখ, অজয়। শেষমেশ অক্ষয়ের হুঁশ ফেরাতে বিমলের প্যাকেট খুলে খেতে শুরু করলেন অজয়। বিমলের গন্ধেই নীচে নেমে এলেন অক্ষয়। ভিডিও প্রকাশ্যে আসার পরেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
advertisement
২০২২ সালে বিমলের বিজ্ঞাপনের মুখ হওয়ার জন্যই ভক্তদের নেতিবাচক প্রতিক্রিয়ার শিকার হন। ভক্তদের ক্ষোভের মুখে পড়েন বলিউডের সুপারস্টার। পরে তিনি ক্ষমাও চেয়ে নেন।
‘‘আমি দুঃখিত, আপনাদের সকলের কাছে, আমার সমস্ত ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে ক্ষমা চাইছি। গত কয়েকদিন ধরে আপনাদের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাক সেবনকে সমর্থন করি না এবং করবও না। বিমল এলাইচির সঙ্গে আমার এন্ডর্সমেন্টকে আপনারা সমর্থন করেননি, আপনাদের মতামতকে আমি সম্মান করি’’, ইনস্টাগ্রামে সেসময় নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন অক্ষয়।
পাশাপাশি অভিনেতা জানান তিনি এই কোম্পানির থেকে নেওয়া টাকাও সমাজের কল্যানের কাজে নিয়োগ করবেন। তবে ফের একবার অক্ষয়কে দেখা যেতেই শুরু হয়েছে জল্পনা।