Raj Kundra: ‘আমার কাজ জামাকাপড়...’ মঞ্চে উঠেই বিস্ফোরক শিল্পার স্বামী! পর্নকাণ্ডের পর রাজের ঠাট্টাতেও যৌনতা?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
মঞ্চে উঠেই দর্শকদের উদ্দেশ্যে রাজ বলেন,‘‘যদি কারও যৌনতা নিয়ে জোকস্-এ আপত্তি থাকে তাহলে ১০ মিনিটের জন্য দয়া করে বাইরে চলে যান’’।
‘‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি রাজ কুন্দ্রা, যাকে আপনারা মাস্ক ম্যান নামে চেনেন, শিল্পার স্বামী নামেও চেনেন।’’ কালো মাস্কে মুখ ঢেকে এভাবেই কৌতুক শিল্পী হিসেবে প্রথমবার মঞ্চে অবতীর্ণ হলেন শিল্পপতি রাজ কুন্দ্রা। এক সময় পর্নকাণ্ডে নাম জড়িয়ে পড়ার প্রথম শোতেই জামাকাপড় নিয়ে বিস্ফোরক শিল্পার স্বামী।
মঞ্চে উঠেই দর্শকদের উদ্দেশ্যে রাজ বলেন,‘‘যদি কারও যৌনতা নিয়ে জোকস্-এ আপত্তি থাকে তাহলে ১০ মিনিটের জন্য দয়া করে বাইরে চলে যান’’। দর্শকাসন ছেড়ে কেউ না উঠলে তিনি দর্শকদের মজা করেই ‘বিকৃতমনস্ক’ বলেন।
advertisement
একসময় পর্নকাণ্ডে নাম জড়িয়ে পড়ে রাজ কুন্দ্রার। মুখোশের আড়াল থেকে কৌতুকের মাধ্যমে সেই বিতর্কেরও জবাব দিলেন শিল্পপতি। ‘‘১৮ বছর বয়সে লন্ডনের রাস্তায় ট্যাক্সি চালাতাম। ২১ বছর বয়সেই পশমিনা শালের সাম্রাজ্য তৈরি করে ফেলি। আমার কাজ বরাবরই ছিল জামাকাপড় পরানো, খোলা নয়।’’
advertisement
প্রসঙ্গত, ২০২১ সালে বেআইনি ভাবে পর্ন ভিডিও নির্মান এবং মোবাইলে আপলোড করার অভিযোগে গ্রেফতার হন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। যদিও রাজের দাবি তাঁকে ফাঁসানো হয়েছিল। গ্রেফতারির প্রায় ২ মাস পর বেল পান রাজ কুন্দ্রা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2023 6:57 PM IST