TRENDING:

Actor turns into Security Guard: বলিউডের জনপ্রিয় অভিনেতা আজ নিরাপত্তারক্ষী! অক্ষয়কুমার, আয়ুষ্মান খুরানার এই সহ-অভিনেতার জীবিকা এখন পাহারা দেওয়া

Last Updated:

Actor turns into Security Guard: সুভাষ ঘাই এবং যশরাজ ফিল্মসের ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। কিন্তু এখন তাঁর জীবিকা নিরাপত্তারক্ষীর কাজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : আরবসাগরের নোনা বাতাস মানেই প্রাচুর্য নয়। মুম্বইয়ের বিনোদন দুনিয়া অনেককেই ফিরিয়ে দেয় রিক্ত হাতে। কাউকে আবার কিছু দিনের জন্য অর্থ, খ্যাতি, সম্মান দিয়েও আবার সব হরণ করে নেয়। সেরকমই এক উদাহরণ সবী সিধু। কেরিয়ারের প্রথম দিকে তিনি অক্ষয়কুমারের সঙ্গে অভিনয় করেছেন। সুভাষ ঘাই এবং যশরাজ ফিল্মসের ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। কিন্তু এখন তাঁর জীবিকা নিরাপত্তারক্ষীর কাজ।
ধীরে ধীরে তাঁর কাছে অভিনয়ের সুযোগ আসা বন্ধ হয়ে যায়
ধীরে ধীরে তাঁর কাছে অভিনয়ের সুযোগ আসা বন্ধ হয়ে যায়
advertisement

‘গুলাল’, ‘পাতিয়ালা হাউস’, ‘বেওকুফিয়াঁ’-র মতো ছবিতে তিনি অভিনয় করেছেন। কিন্তু ধীরে ধীরে তাঁর কাছে অভিনয়ের সুযোগ আসা বন্ধ হয়ে যায়। নানা ধরনের কাজ করার পর বাধ্য হয়ে নিরাপত্তারক্ষীর কাজ করছেন। অনেক যন্ত্রণা সত্ত্বেও বাস্তব তাঁকে মেনে নিতে হয়েছে।

advertisement

সংবাদমাধ্যমে সবী জানিয়েছেন জীবনের কঠিন সময়ে তিনি যোগাযোগ করেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে। সুযোগ পেয়েছিলেন অনুরাগের ‘পাঞ্চ’ ছবিতে। কিন্তু এই ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। এর পর ‘ব্ল্যাক ফ্রাইডে’-তে তিনি কমিশনার সামরার ভূমিকায় অভিনয় করেন। তাঁর এই অভিনয় প্রশংসিতও হয়। অনুরাগ ছাড়া পরিচালক নিখিল আডবাণীর সঙ্গেও কাজ করেছেন সবী।

advertisement

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবার ফিরবে শীত! চলবে বৃষ্টিও! জানুন আবহাওয়ার হাড়কাঁপানো আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাঁর শৈশব কেটেছে লখনৌ শহরে। তার পর চণ্ডীগড়ে যান। এ সময়ে মডেলিং শুরু করেন। এর পর লখনউ ফিরে এসে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। পাশাপাশি চলতে থাকে থিয়েটার। সবীর ভাই মুম্বই শহরে এয়ার ইন্ডিয়াতে চাকরি পান পরবর্তীতে। ভাইয়ের সঙ্গে মায়ানগরীতে আসেন সবীও। দু’চোখে অভিনয় করার স্বপ্ন। প্রথম দিকে কাজের কোনও অভাব হয়নি। কিন্তু আচমকাই তাঁর শরীর অসুস্থ হয়ে পড়ে। অভিনয় থেকে দূরে সরে যান। এখন দু’বেলা দু’মুঠো অন্নসংস্থান হয় পাহারা দিয়ে। তবে সব যন্ত্রণার প্রলেপ পান একটি ভাবনায়। সবী সিধু জানিয়েছেন তিনি এটা ভেবে খুশি যে ভিক্ষাবৃত্তি করে নয়, তিনি উপার্জন করছেন কাজ করে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor turns into Security Guard: বলিউডের জনপ্রিয় অভিনেতা আজ নিরাপত্তারক্ষী! অক্ষয়কুমার, আয়ুষ্মান খুরানার এই সহ-অভিনেতার জীবিকা এখন পাহারা দেওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল