সম্প্রতি অজয়, কাজল এবং টাবুর সম্পর্কে একটি ট্যুইট ভাইরাল হয়েছে৷ শীতল নামের এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘‘অজয় দেবগণ এবং তব্বু একটি সম্পর্কে আছেন৷ অজয় নিজের প্রতিটি ছবিতে নায়িকা হওয়ার জন্য টাবুকে অনুরোধ জানান৷
টাবুও খুব সাবধানে পা ফেলছেন৷ ছবিতে একসঙ্গে কাজ করছেন৷ যাতে কেউ সন্দেহ না করে৷ তবে, শেষমেশ কাজলের হাতে ধরা পড়ে যান৷ অজয়ের ফোনটা ধরেই কাজল বুঝে ফেলেন সবটা৷’’ এতদূর পড়ে কী আপনিও ভাবছেন এই ঘটনা সত্যি? আসল সত্যি লুকিয়ে আছে শীতলের লেখা ট্যুইটের শেষ লাইনে৷
advertisement
আরও পড়ুন: সলমন, কঙ্গনাদের জোর টক্কর! টিভিতে এপিসোড পিছু কত পারিশ্রমিক এই বাঙালি নায়িকা
শেষ লাইনে শীতল লিখেছেন, ‘এরপরেই আমার ঘুম ভেঙে গেল৷’ অর্থাৎ পুরো ঘটনাই তাঁর স্বপ্ন ছিল৷ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ট্যুইট৷ অনেকেই ভেবে বসেন এ ঘটনা বোধহয় সত্যি৷ এক ব্যক্তি তো লেখেন, ‘পুরো ঘটনাতেই একটিই আশ্চর্য ব্যাপার হল, এক পুরুষ অভিনেতা নিজের সমবয়সী এক নারীর সঙ্গে সম্পর্কে আছেন৷’ বেশিরভাগ সকলেই পুরো ঘটনা সত্যি বলে মেনে নিয়েছেন৷