TRENDING:

Ajay Devgn, Kajol, Tabu: গুঞ্জনই তবে সত্যি? ত্রিকোণ প্রেমে অজয়-টাবু-কাজল! এক ট্যুইটেই উথালপাথাল চারদিক

Last Updated:

সিনেমার পর্দার জুটিরা বাস্তবেও যদি সত্যি হত? তারকাদের অভিনয়ের গুণে পর্দার সঙ্গে বাস্তবের সূক্ষ্ম পার্থক্য কোথায় যেন হারিয়ে যায়৷ এক সময় বলিউডের অন্যতম সেরা জুটি ছিলেন অজয় দেবগণ এবং টাবু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিনেমার পর্দার জুটিরা বাস্তবেও যদি সত্যি হত? তারকাদের অভিনয়ের গুণে পর্দার সঙ্গে বাস্তবের সূক্ষ্ম পার্থক্য কোথায় যেন হারিয়ে যায়৷ এক সময় বলিউডের অন্যতম সেরা জুটি ছিলেন অজয় দেবগণ এবং টাবু। তাঁদের সম্পর্ক নিয়েও বলিপাডার অন্দরে ছিল জোর চর্চা৷ পরবর্তীতে কাজলের সঙ্গে অজয়ের বিয়ে হয়৷ দুই সন্তানকে নিয়ে দম্পতির সুখের সংসার৷ তা হলে আচমকা কী এমন হল যে, অজয় কাজল এবং টাবুর ত্রিকোণ প্রেম নিয়ে এত চর্চা হচ্ছে চারদিকে?
গুঞ্জনই তবে সত্যি? ত্রিকোণ প্রেমে অজয়-টাবু-কাজল! এক ট্যুইটেই উথালপাথাল চারদিক
গুঞ্জনই তবে সত্যি? ত্রিকোণ প্রেমে অজয়-টাবু-কাজল! এক ট্যুইটেই উথালপাথাল চারদিক
advertisement

সম্প্রতি অজয়, কাজল এবং টাবুর সম্পর্কে একটি ট্যুইট ভাইরাল হয়েছে৷ শীতল নামের এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘‘অজয় দেবগণ এবং তব্বু একটি সম্পর্কে আছেন৷ অজয় নিজের প্রতিটি ছবিতে নায়িকা হওয়ার জন্য টাবুকে অনুরোধ জানান৷

টাবুও খুব সাবধানে পা ফেলছেন৷ ছবিতে একসঙ্গে কাজ করছেন৷ যাতে কেউ সন্দেহ না করে৷ তবে, শেষমেশ কাজলের হাতে ধরা পড়ে যান৷ অজয়ের ফোনটা ধরেই কাজল বুঝে ফেলেন সবটা৷’’ এতদূর পড়ে কী আপনিও ভাবছেন এই ঘটনা সত্যি? আসল সত্যি লুকিয়ে আছে শীতলের লেখা ট্যুইটের শেষ লাইনে৷

advertisement

আরও পড়ুন: সলমন, কঙ্গনাদের জোর টক্কর! টিভিতে এপিসোড পিছু কত পারিশ্রমিক এই বাঙালি নায়িকা

শেষ লাইনে শীতল লিখেছেন, ‘এরপরেই আমার ঘুম ভেঙে গেল৷’ অর্থাৎ পুরো ঘটনাই তাঁর স্বপ্ন ছিল৷ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ট্যুইট৷ অনেকেই ভেবে বসেন এ ঘটনা বোধহয় সত্যি৷ এক ব্যক্তি তো লেখেন, ‘পুরো ঘটনাতেই একটিই আশ্চর্য ব্যাপার হল, এক পুরুষ অভিনেতা নিজের সমবয়সী এক নারীর সঙ্গে সম্পর্কে আছেন৷’ বেশিরভাগ সকলেই পুরো ঘটনা সত্যি বলে মেনে নিয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ajay Devgn, Kajol, Tabu: গুঞ্জনই তবে সত্যি? ত্রিকোণ প্রেমে অজয়-টাবু-কাজল! এক ট্যুইটেই উথালপাথাল চারদিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল