৮০ বছরের বৃদ্ধ 'অ্যাংরি ইয়ং ম্যান' এখনও অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন, সে কথা জেনে অনেকেই চমকে গিয়েছেন। তবে এই ঘটনা তাঁর জীবনে নতুন নয়। এর আগেও একাধিক বার শ্যুটিংয়ে ভয়ঙ্কর চোট পেয়েছেন বিগ বি।
সম্প্রতি নিজের ছবি 'ভোলা'র প্রচারে এসে অমিতাভের আহত হওয়া নিয়ে মুখ খোলেন বলি তারকা অজয় দেবগণ। তাঁর কথায় জানা যায়, 'মেজব সাব' শ্যুটেও এমনই এক ঘটনা ঘটেছিল। সবরকম সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও বিগ বি খানিক জোর করেই নিজে সেই দৃশ্যে অভিনয় করতে চেয়েছিলেন। তিন তলা, ৩০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন অমিতাভ। অজয় স্টান্ট ম্যানের বিকল্পের কথা বললেও অমিতাভ রাজি হননি। তাঁদের দু'জনের একসঙ্গে ঝাঁপ দেওয়ার কথা। কিন্তু বয়স্ক অভিনেতা নিজেই সেখানে অভিনয় করতে চেয়েছিলেন স্টান্ট ম্যানের সাহায্য ছাড়াই। এব তার পর দু'জনেই চোট পেয়েছিলেন।
আরও পড়ুন: অভিনব কায়দায় মুম্বইয়ে মুক্তি পেল অজয়ের 'ভোলা', শাড়িতে নজর কাড়লেন টাবু
আরও পড়ুন: আহত অমিতাভ বচ্চন, পাশফেরা-নিঃশ্বাস নিতে সমস্যা, অ্যাকশন দৃশ্যের শ্যুটিং-এ বিপত্তি
অজয়ের কথায়, "এখন অ্যাকশন দৃশ্য অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু তখন এর থেকে কঠিন ছিল। আর সেই সময়ে মিস্টার বচ্চন এই ধরনের অ্যাকশন দৃশ্যে অভিনয় করতেন। কোনও গদি থাকত না। সুরক্ষা ব্যবস্থা থাকত না আগেকার দিনে। কোনও দড়িও থাকত না। কত ধরনের ভয়ঙ্কর দৃশ্যে যে তিনি অভিনয় করেছেন, তা কল্পনাতীত! এখন বিবিধ সুরক্ষা ব্যবস্থা আছে। সেটা ভাল খবর আমাদের জন্য, যাঁদের বয়স হয়েছে কিন্তু অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হয়।''