TRENDING:

চলছিল বোঝানোর পর্ব, অবশেষে কি বিয়ে ভাঙার সিদ্ধান্ত থেকে সরছেন ধনুষ ও রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য

Last Updated:

Aishwaryaa Rajinikanth and Dhanush: তাঁদের এই সিদ্ধান্তের খবর আদৌ সত্যি কিনা, সে বিষয়ে কোনও সিলমোহর দেননি ধনুষ বা ঐশ্বর্য কেউই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : তাঁরা বিয়ে ভাঙতে চলেছেন, এ খবর প্রকাশ করে চলতি বছর জানুয়ারিতে অনুরাগীদের চমকে দিয়েছিলেন ধনুষ ও ঐশ্বর্য রজনীকান্ত৷ দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যকে ২০০৪ সালে বিয়ে করেন ধনুষ৷ তাঁদের দুই ছেলের নাম যাত্রা রাজা এবং লিঙ্গা রাজা৷ বিচ্ছেদের কারণ সম্বন্ধে তাঁরা কিছু না জানালেও শোনা গিয়েছিল দুই পরিবারের তরফে চেষ্টা চলছে তাঁদের বোঝানোর৷ পিঙ্কভিলা-য় প্রকাশিত প্রতিবেদন বলছে, ধনুষ ও ঐশ্বর্য এখনই বিচ্ছেদের পথে যেতে চাইছেন না৷ তাঁরা চেষ্টা করছেন সম্পর্ককে বাঁচিয়ে রেখে নতুন ভাবে সব কিছু শুরু করার৷ তবে তাঁদের এই সিদ্ধান্তের খবর আদৌ সত্যি কিনা, সে বিষয়ে কোনও সিলমোহর দেননি ধনুষ বা ঐশ্বর্য কেউই৷
তাঁরা চেষ্টা করছেন সম্পর্ককে বাঁচিয়ে রেখে নতুন ভাবে সব কিছু শুরু করার
তাঁরা চেষ্টা করছেন সম্পর্ককে বাঁচিয়ে রেখে নতুন ভাবে সব কিছু শুরু করার
advertisement

বিয়ে ভাঙার সিদ্ধান্তের কথা জানিয়ে ধনুষ অনুরোধ করেছিলেন তাঁদের ব্যক্তিগত পরিসরকে যেন সম্মান জানানো হয়৷ তবে বিচ্ছেদ হলেও সন্তানদের স্বার্থে তাঁরা যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবেন, সে ইঙ্গিত ইতিমধ্যেই তাঁদের আচরণে দিয়েছেন দুই তারকা৷ এ বছরের অগাস্টে বড় ছেলের স্কুলের অনুষ্ঠানে হাজির ছিলেন ধনুষ ও ঐশ্বর্য দু’জনেই৷ তাঁদের সেই ছবি ভাইরালও হয়েছিল সামাজিক মাধ্যমে৷

advertisement

আরও পড়ুন :  আদুরে ভঙ্গিতে ধরা দিলেন ছবিশিকারিদের লেন্সে, রিচা-আলির বিয়েতে প্রেমিকার সঙ্গে নজরকাড়া অতিথি হৃতিক

আরও পড়ুন :  কথার মাঝেই গর্ভস্থ শিশুর নড়াচড়া অনুভব, পুরস্কার মঞ্চে আটপৌরে সুখানুভূতি আলিয়ার

advertisement

কাজের দিকে এরপর ধনুষকে দেখা যাবে ‘ভাঠি’ ছবিতে৷ দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে এই ছবির টিজার ও পোস্টার ইতিমধ্যেই জয় করেছে দর্শদের মন৷ অন্যদিকে ঐশ্বর্য আত্মপ্রকাশ করতে চলেছেন পরিচালক হিসেবে৷ জানিয়েছেন তাঁর প্রথম হিন্দি ছবি ‘ওহ সাথী চল’ হবে খাঁটি প্রেমের গল্প৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
চলছিল বোঝানোর পর্ব, অবশেষে কি বিয়ে ভাঙার সিদ্ধান্ত থেকে সরছেন ধনুষ ও রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল