অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের গোল ধানা অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সবুজ এবং সোনালি রঙের ভারী কাজের আনারকলিতে তাক লাগিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আম্বানি পরিবারের অনুষ্ঠানে অভিনেত্রীর সঙ্গী হয়েছিলেন তাঁর মেয়ে আরাধ্যা। সাদা রঙের সালোয়ারে সেজে উঠেছে বচ্চন পরিবারের কনিষ্ঠতম সদস্য।
এত দূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। তাল কাটল নেটমাধ্যমে মা-মেয়ের ছবি ছড়িয়ে পড়ার পর। আরাধ্যার সাজপোশাকের প্রশংসা করলেও তাঁর চুলের ধরন অর্থাৎ হেয়ারস্টাইল নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। ঐশ্বর্যের ফ্যানক্লাবের অ্যাকাউন্টে তাঁর এবং আরাধ্যার ছবির নীচে একজন লিখেছেন, 'আরাধ্যার চুলের ধরনটা এ বার বদলানো দরকার। ও আর বাচ্চা নেই। বড় হয়ে গিয়েছে।' আবার অন্য জনের টিপ্পনি, 'আরাধ্যাকে খুব সুন্দর দেখাচ্ছে। পোশাকটাও সুন্দর। কিন্তু ওর হেয়াারস্টাইলটা ভাল লাগছে না।' অন্য দিকে ঐশ্বর্যের উদ্দেশে জনৈকের উপদেশ, 'ওকে এ বার একটু বড় হতে দিন। ও পাঁচ বছরের বাচ্চা নয়।'
আরও পড়ুন: নিদ্রাহীন রাত কাটত সুশান্তের! প্রয়াত নায়কের 'অদ্ভূত' অভ্যাস ফাঁস করলেন কিয়ারা
আরও পড়ুন: 'শাহরুখ খান কে?' চমকে দেওয়া জবাব অসমের মুখ্যমন্ত্রীর! বললেন, 'ডঃ বেজবড়ুয়া পার্ট ২ দেখুন'
তবে এই প্রথম নয়। দিন কয়েক আগে মেয়ের সঙ্গে একটি ছবি দিয়ে তুমুল কটাক্ষের মুখে পড়েন ঐশ্বর্য। পরম স্নেহে কন্যার ঠোঁটে চুমু আঁকছেন মা। ছবি দিয়ে মেয়ের উদ্দেশে একদা বিশ্বসুন্দরী লিখেছেন, 'আমার ভালবাসা... আমার জীবন... তোমায় খুব ভালবাসি আরাধ্যা।
অভিনেত্রীর এই পোস্টকে ঘিরে প্রবল আপত্তি জানায় নেটিজেনদের একাংশ। অভিযোগ ওঠে, ভারতীয় সংস্কৃতির অপমান করেছেন তিনি। অনেকেই আবার বলেছিলেন, তাঁর এই ধরনের আচরণ জনসাধারণের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।