TRENDING:

কখনও নাচ, কখনও স্নেহচুম্বন, মাদার্স ডে-তে সোশ্যালে ভাইরাল ঐশ্বর্য-আরাধ্যা

Last Updated:

জন্মের পর থেকেই প্রতিবছর কান ফিল্ম ফেস্টিভ্যালে মায়ের সঙ্গী আরাধ্যা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কান ফিল্ম ফেস্টিভ্যালে এটা মায়ের ১৬তম বছর । আর মেয়ের সাত । জন্মের পর থেকেই প্রতিবছর কান ফিল্ম ফেস্টিভ্যালে মায়ের সঙ্গী আরাধ্যা । আর এবার তো রীতিমতো নজর কাড়ছে সে ।
advertisement

রেড কার্পেটে ঐশ্বর্য মানেই দ্য আল্টিমেট ফ্যাশনিস্তা । এবারও রেড কার্পেটে তিনি পা রাখতেই বাকি সব কিছু যেন ম্লান । তবে ঐশ্বর্যর ফ্যাশন ছাড়াও এবার কানে আলোচ্য বিষয় মা-মেয়ের সমীকরণ ।

রেড কার্পেটে হাঁটার আগে মেয়েকে চুম্বন মায়ের । Courtesy: Instagram

advertisement

কখনও মায়ের হাত ধরে আরাধ্যার নাচ, কখনও রেড কার্পেটে হাঁটার আগে মেয়েক স্নেনচুম্বন, কখনও মা, মেয়ের সমুদ্র দেখার একান্ত মুহূর্ত । মাদার্স ডে-তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ঐশ্বর্য-আরাধ্যা ।

আরও পড়ুন: প্রজাপতির সাজে কানের রেড কার্পেটে নজর কাড়লেন ঐশ্বর্য

প্রসঙ্গত, ১৩ মে মাদার্স ডে-তে সোশ্যালে নিজেদের স্পেশাল মোমেন্টের ছবি শেয়ার করেছেন অনেক বলি সেলেবই । তবে সবকিছু যেন পিছনে ফেলে দিয়েছে ঐশ্বর্য-আরাধ্যা ।

advertisement

দেখুন ঐশ্বর্যর হাত ধরে আরাধ্যের নাচের সেই ভিডিও

Circle of Life

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
কখনও নাচ, কখনও স্নেহচুম্বন, মাদার্স ডে-তে সোশ্যালে ভাইরাল ঐশ্বর্য-আরাধ্যা