সম্প্রতি রিলিজ হয়েছে অক্ষয় কুমার এবং নিম্রত কৌর অভিনীত ছবি ‘এয়ারলিফট’ ৷ সেই ছবিতে ওই ১৯৯০-র ঘটনাকেই তুলে ধরা হয়েছে ৷ রিলিজের পর নয়াদিল্লিতে বিমানসংস্থার হেডকোয়ার্টারে যেতেও তাই ভোলেননি ছবির নায়ক এবং নায়িকা ৷
#নয়াদিল্লি: যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধবিমানের বদলে কোনও যাত্রীবাহী বিমান ঢুকে পড়ছে এমন দৃশ্য খুব কমই দেখা যায় ৷ কিন্তু ১৯৯০ ইরাক-কুয়েত যুদ্ধের সময় প্রায় দেড় লক্ষ ঘর ছাড়া ভারতীয়কে জর্ডন থেকে ফিরিয়ে এনেছিল ভারতের রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ৷ সম্প্রতি রিলিজ হয়েছে অক্ষয় কুমার এবং নিম্রত কৌর অভিনীত ছবি ‘এয়ারলিফট’ ৷ সেই ছবিতে ওই ১৯৯০-র ঘটনাকেই তুলে ধরা হয়েছে ৷ রিলিজের পর নয়াদিল্লিতে বিমানসংস্থার হেডকোয়ার্টারে যেতেও তাই ভোলেননি ছবির নায়ক এবং নায়িকা ৷ নয়াদিল্লিতে এয়ার ইন্ডিয়ার অফিসে কর্মীদের সঙ্গে দেখা করে আসলেন অক্ষয় এবং নিম্রত ৷ ‘খিলাড়ি’ কুমারকে হাতের কাছে পেয়ে স্বভাবতই খুশি এয়ার ইন্ডিয়ার কর্মীরা ৷ সংস্থার সিএমডি, অশ্বিনী লোহানি অক্ষয় কুমারকে এয়ার ইন্ডিয়ার একটি বইও উপহার দেন ৷