TRENDING:

‘এয়ারলিফ্ট’-এ তথ্য ভুল, জানাল বিদেশ মন্ত্রক

Last Updated:

বক্স অফিসে রোজ রোজ লিফট ৷ ব্যবসা জোরদার ৷ অক্ষয় কুমারের ‘এয়ারলিফট’ এখন বলিউডে নম্বর ওয়ান ! তবে দর্শক টু সমালোচক সবার পছন্দ হলেও, অক্ষয়ের ‘এয়ারলিফট’-এর দিকে কড়া নজর পড়েছে বিদেশ মন্ত্রকের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বক্স অফিসে রোজ রোজ লিফট ৷ ব্যবসা জোরদার ৷ অক্ষয় কুমারের ‘এয়ারলিফট’ এখন বলিউডে নম্বর ওয়ান ! তবে দর্শক টু সমালোচক সবার পছন্দ হলেও, অক্ষয়ের ‘এয়ারলিফট’-এর দিকে কড়া নজর পড়েছে বিদেশ মন্ত্রকের ৷ বৃহস্পিতবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ‘বিনোদন হিসেবে এয়ারলিফট ছবি ভালো হতে পারে ৷ তথ্যে রয়েছে গাফিলতি ৷’ মন্ত্রকের সচীবের কথায়, ‘অন্য দেশে ভারতীয়রা বিপদে পড়লে, সব সময়ই এগিয়ে এসেছে দেশের বিদেশ দফতর ৷ তা ১৯৯০ -এর কুয়েত ঘটনার ক্ষেত্রে একই ৷ তাই ছবিতে দেখানো দৃশ্যগুলো ভ্রান্ত ৷’
advertisement

বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ১৯৯০ সালে শুধু কুয়েত থেকেই নয়, ইরাক, লিবিয়া, ইয়েমন ও ইউক্রেন থেকেও ভারতীয় দেশে নিয়ে আসা হয় ৷ ‘এয়ারলিফট’ নিয়ে অখুশি হলেও, বিদেশ মন্ত্রক কোনওরকম সিনেমা প্রদর্শনে কোনওরকম হস্তক্ষেপ করতে নারাজ ৷ দফতরে মতে, ‘সিনেমা আর্টফর্ম ৷ তাই এর স্বাধীনতা থাকা উচিত ৷’

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘এয়ারলিফ্ট’-এ তথ্য ভুল, জানাল বিদেশ মন্ত্রক