ঐন্দ্রিলার ক্যানসার যুদ্ধের সময়ও এই সব্যসাচীই ছিলেন তাঁর মানসিক জোর। এবারও তিনিই ঐন্দ্রিলার সাপোর্ট সিস্টেম। যে কারণে ক্যানসারকে জয় করে ঐন্দ্রিলা বলেছিলেন, 'শরীর খারাপের সময় শারীরিক যন্ত্রণা ছিল ভীষণ, কিন্তু মানসিক যন্ত্রণা একফোঁটাও ছিল না।' এবারও সোশ্যাল মিডিয়াতেই বার বার সব্যসাচী বুঝিয়ে দিয়েছেন, সুস্থ ঐন্দ্রিলাকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার প্রবল ইচ্ছেশক্তি কতটা রয়েছে তাঁর।
advertisement
আরও পড়ুন: কেমন আছেন ঐন্দ্রিলা শর্মা? অভিনেত্রীর কামব্যাকের অপেক্ষায় রাতজাগা অনুরাগীরা
গত কয়েকদিন ধরে ঐন্দ্রিলার অসুস্থতার খবর রয়েছে সংবাদ শিরোনামে। এর জেরে ঐন্দ্রিলা-সব্যসাচীর জুটি, প্রেম, পাশে থাকা নিয়েও চর্চা রয়েছে তুঙ্গে। সম্প্রতি তাঁদের পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যায়, সঞ্চালিকা সব্যসাচীকে প্রশ্ন করছেন, 'ঐন্দ্রিলা বললেই কী আসে সব্যসাচীর মনে?'। জবাবে সব্যসাচী বলেন, 'আমার'।
আরও পড়ুন: জ্বর-সংক্রমণ নিয়েই লড়াই জারি অভিনেত্রী ঐন্দ্রিলার
একই প্রশ্ন ঐন্দ্রিলাকেও করেন সঞ্চালিকা। ঐন্দ্রিলা উত্তর দিতে খানিকটা সময় নেওয়ায় দুই অভিনেতার খুনসুটিও ধরা পড়ে পর্দায়। তারপর ঐন্দ্রিলাও বলেন একই উত্তর, 'আমার'। সঙ্গে যোগ করে দেন, 'এ আবার বলার কী আছে'। বুধবার রাতে ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়ার পর ফের পোস্ট করেছেন সব্যসাচী। লিখেছেন, 'আরেকটু থাকতে দাও ওকে..এসব লেখার অনেক সময় পাবে'।