TRENDING:

ভালবাসায় সব হয়! 'আগলেও' ধরে রাখতে পারলেন না প্রেয়সী ঐন্দ্রিলাকে, মাথা নুইয়ে জানালেন বিদায়...

Last Updated:

Viral Video || Aindrila Sharma Sabyasachi Chowdhury: 'কতটা ভালোবাসলে সব্যসাচী হওয়া যায়?' সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় এই ক'দিন সেই প্রশ্নই বার বার ভেসে উঠেছে। আর আজ সব যুদ্ধের শেষেও যেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা বেঁচে আছেন, ওঁর লড়াই আর ওঁদের ভালোবাসায়। ঐন্দ্রিলা বেঁচে গিয়েছেন এক ভালোবাসার 'ফেয়ারিটেল' হয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'কতটা ভালোবাসলে সব্যসাচী হওয়া যায়?' সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় এই ক'দিন সেই প্রশ্নই বার বার ভেসে উঠেছে। আর আজ সব যুদ্ধের শেষেও যেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা বেঁচে আছেন, ওঁর লড়াই আর ওঁদের ভালোবাসায়। ঐন্দ্রিলা বেঁচে গিয়েছেন এক ভালোবাসার 'ফেয়ারিটেল' হয়ে। বাঙালির ঘরে ঘরে এক অমর রূপকথার আখ্যান হয়ে যেন বেঁচে থাকবে ঐন্দ্রিলা-সব্যর প্রেম। আর সেই ঐন্দ্রিলার শেষ বিদায়ক্ষণের ছবিতেও তারই ছায়া ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে।
নত মস্তকে ঐন্দ্রিলাকে শেষ বিদায় সব্যসাচীর
নত মস্তকে ঐন্দ্রিলাকে শেষ বিদায় সব্যসাচীর
advertisement

প্রেয়সী, পরম বন্ধু, এতদিনের এত হাসিকান্নার সাথী ঐন্দ্রিলার পা ছুঁয়ে প্রণাম জানিয়েছেন শোকাতুর সব্যসাচী। আদর-সোহাগে কপালে এঁকে দিয়েছেন টিপ। এতদিনের এত কঠিন সময়ে পাশে থাকা বন্ধু আজও সহযাত্রী ঐন্দ্রিলাকে তাঁর শেষযাত্রার প্রতি মুহূর্তে আঁকড়ে ধরে থেকেছেন শক্ত করে। 'ভালোবাসা' ছোট্ট এই শব্দকে বার বারই আবেগ ভুলতে বসা, গতির এই কঠিন পৃথিবীকে নতুন করে এই ক'দিন চিনিয়েছেন সব্যসাচী চৌধুরী। যেমন চিনিয়েছিলেন ঐন্দ্রিলার ক্যান্সার জয়ের প্রতি মুহূর্তের যুদ্ধে তাঁর পাশে থেকে।

advertisement

আরও পড়ুন: শেষ যাত্রায় ঐন্দ্রিলা শর্মা, চোখের দেখা দেখতে হাসপাতালে উপচে পড়ল ভিড়, স্বজনহারা শোক 'দূরের' মানুষদের চোখেও...

'সব্যসাচীর ভালবাসার শক্তিই আবার ফেরাবে ঐন্দ্রিলাকে', জিতবে শুধুই প্রেম! দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছিল ঐন্দ্রিলার অনুরাগীদের মধ্যেও। বিজ্ঞানের হিসেবে নিকেশ গুলিও যাচ্ছিল যেন চিকিৎসকদেরও! আক্ষরিক অর্থেই 'জবাব' দিয়ে দেওয়া 'মৃত্যুশয্যা' থেকে 'অমরত্বের প্রত্যাশা' জাগিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন ঐন্দ্রিলা।

advertisement

আরও পড়ুন: 'ওপারে ভালো থাকিস'... চোখের জল, লিপস্টিক আর চন্দনে ছোটবোনকে শেষবারের মতো সাজালেন দিদি

সেদিন চোখের সামনে 'মিরাকেল' দেখে বুকে ভরসা জমেছিল প্রিয় মানুষটিরও। আশায় বুক বেঁধেছিলেন মা-বাবা-দিদি, বন্ধুরা। কিন্তু শেষরক্ষা হল না। নিয়তির কাছে বোধহয় হার মানতে হয় প্রেমকেও। তবে হার মানা হার মেনে নিয়েও সব্যসাচী ঐন্দ্রিলার ভালোবাসা কোথাও একটা জিতে গিয়েছে। ভালোবাসার হাত শক্ত হয়েছে কোথাও, ওঁদের ভালোবাসার আলো ধিকিধিকি জ্বলেছে সবার মনে। যে মন হয়ত অস্ফুটে বলে উঠেছে,

advertisement

“হাতের উপর হাত রাখা খুব সহজ নয়

সারা জীবন বইতে পারা সহজ নয়

এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সহজ কথা ঠিক ততটা সহজ নয়।"

বাংলা খবর/ খবর/বিনোদন/
ভালবাসায় সব হয়! 'আগলেও' ধরে রাখতে পারলেন না প্রেয়সী ঐন্দ্রিলাকে, মাথা নুইয়ে জানালেন বিদায়...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল