শেষ যাত্রায় ঐন্দ্রিলা শর্মা, চোখের দেখা দেখতে হাসপাতালে উপচে পড়ল ভিড়, স্বজনহারা শোক 'দূরের' মানুষদের চোখেও...

Last Updated:

Aindrila Sharma Passes Away: কাছের, দূরের সব মানুষের ভালোবাসার বাঁধন ছাড়িয়ে এক অন্য জীবনে পাড়ি দিলেন ঐন্দ্রিলা শর্মা। রেখে গেলেন আত্মবিশ্বাস, ভালোবাসা, সাহসিকতার মোড়কে মোড়া এক রূপকথাকে।

শেষ যাত্রায় ঐন্দ্রিলা শর্মা
শেষ যাত্রায় ঐন্দ্রিলা শর্মা
#কলকাতা: টানা কুড়িদিনের যুদ্ধের অবসান। হাল ছাড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রবিবার দুপুর ১২.৫৯-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন মাত্র চব্বিশের এই তরুণী। সকালেই পরিবারকে ডেকে পাঠিয়েছিল হাসপাতাল থেকে। এবার 'জিয়নকাঠি'র শেষ যাত্রার পালা। অভিনেত্রীর বন্ধু সৌরভ দাস নিউজ18 বাংলাকে জানান, শেষ যাত্রার ঐন্দ্রিলার সফরসূচি। সেই মতো শুরু হয়েছে ঐন্দ্রিলার শেষ যাত্রা। ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হয় তাঁর কলকাতার কুদঘাটের আবাসনে। সেখান থেকে অভিনেত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিয়োতে। তার পর সোজা ক্যাওড়াতলা। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে ঐন্দ্রিলার।
advertisement
advertisement
ঐন্দ্রিলা শর্মার অকাল প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি লেখেন, “প্রতিশ্রুতিময়ী তরুণী এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিয়াল ‘ঝুমুর’, ‘মহাপীঠ’ ‘তারাপীঠ’, ‘জীবনজ্যোতি’, ‘জীবনকথা’, ‘জিয়নকাঠি’ইত্যাদি। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে এ বছর ‘অসাধারণ প্রত্যাবর্তন’ বিভাগে টেলিসম্মান অ্যাওয়ার্ড প্রদান করেছে।”
advertisement
দু-দুবার ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে যুঝে সাহসের উদাহরণ হয়ে দাঁড়িয়েছিলেন সবেমাত্র জীবন শুরু করা তরুণী। যাঁর যুদ্ধকে কুর্নিশ করেছে দাদাগিরি থেকে দিদি নম্বর ওয়ানের মঞ্চ থেকে শুরু করে আপামর বাঙালি অনুরাগীরা। তাঁরাই আজ যেন শেষবারের মতো ওই সাহসীনিকে দেখতে ছুটে এসেছিলেন হাওড়ার হাসপাতালে।
শনিবার দুপুরের পর থেকে বারে বারে হৃদ্‌রোগে আক্রান্ত হন অভিনেত্রী। ফলে আরও সঙ্কটজনক হয়ে যায়। দেওয়া হয় সিপিআর৷ কিন্তু একের পর এক কার্ডিয়াক অ্যারেস্টের ধাক্কা সামলাতে পারলেন না। হাল ছাড়লেন রবিবারের সকালে। কাছের, দূরের সব মানুষের ভালোবাসার বাঁধন ছাড়িয়ে এক অন্য জীবনে পাড়ি দিলেন ঐন্দ্রিলা শর্মা। রেখে গেলেন আত্মবিশ্বাস, ভালোবাসা, সাহসিকতার মোড়কে মোড়া এক রূপকথাকে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
শেষ যাত্রায় ঐন্দ্রিলা শর্মা, চোখের দেখা দেখতে হাসপাতালে উপচে পড়ল ভিড়, স্বজনহারা শোক 'দূরের' মানুষদের চোখেও...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement