১৪ বছর আগে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে প্রথমবার। কিন্তু চিকিৎসার পর সেরেও যান তিনি। কিন্তু মাস কয়েক আগে আবার ব্লাডারে ক্যানসার ধরা পড়ে। মেয়ে ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোক হওয়ার আগেই মা নিজের অসুস্থতার খবর পেয়েছিলেন। এখন তাঁর কেমোথেরাপি চলছে। চলতি মাসের ১৩ তারিখ অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন তিনি।
মায়ের রোগ ফিরে আসা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ঐন্দ্রিলা। নিজেও একই রোগে দু'বার ভুগেছেন। জয়ও করেছেন তিনি। তার পরে আবারও মায়ের সেই রোগ! চিন্তায় ছিলেন মাকে নিয়ে। কিন্তু তার পরে নিজেই লড়াই থামিয়ে চলে গেলেন মাকে ছেড়ে। এবার লড়াই শুরু ঐন্দ্রিলা জননীর। চারদিক থেকে তাঁর দ্রুত আরোগ্যের কামনা করছেন সকলে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2023 5:01 PM IST