TRENDING:

Aindrila Sharma's mother Shikha Sharma: ক্যানসার আক্রান্ত ঐন্দ্রিলার মা, মেয়ের মৃত্যুর আগেই জানতেন নিজের রোগের কথা!

Last Updated:

Aindrila Sharma's mother Shikha Sharma: ১৪ বছর আগে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে প্রথমবার। কিন্তু চিকিৎসার পর সেরেও যান তিনি। কিন্তু মাস কয়েক আগে আবার ব্লাডারে ক্যানসার ধরা পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একের পর এক ঝড় বয়ে যাচ্ছে পরিবারের উপর দিয়ে। গত ২০ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা শর্মা। ২৪ বছরের অভিনেত্রীর মৃত্যুতে আজও শোকস্তব্ধ বাংলার মানুষ। তারই মধ্যে সূত্রের খবর, একই রোগে ভুগছেন প্রয়াত অভিনেত্রীর মা শিখা শর্মা। নিউজ18 বাংলাকে সে কথা জানিয়েছেন ঐন্দ্রিলার মা।
advertisement

১৪ বছর আগে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে প্রথমবার। কিন্তু চিকিৎসার পর সেরেও যান তিনি। কিন্তু মাস কয়েক আগে আবার ব্লাডারে ক্যানসার ধরা পড়ে। মেয়ে ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোক হওয়ার আগেই মা নিজের অসুস্থতার খবর পেয়েছিলেন। এখন তাঁর কেমোথেরাপি চলছে। চলতি মাসের ১৩ তারিখ অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন তিনি।

মায়ের রোগ ফিরে আসা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ঐন্দ্রিলা। নিজেও একই রোগে দু'বার ভুগেছেন। জয়ও করেছেন তিনি। তার পরে আবারও মায়ের সেই রোগ! চিন্তায় ছিলেন মাকে নিয়ে। কিন্তু তার পরে নিজেই লড়াই থামিয়ে চলে গেলেন মাকে ছেড়ে। এবার লড়াই শুরু ঐন্দ্রিলা জননীর। চারদিক থেকে তাঁর দ্রুত আরোগ্যের কামনা করছেন সকলে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aindrila Sharma's mother Shikha Sharma: ক্যানসার আক্রান্ত ঐন্দ্রিলার মা, মেয়ের মৃত্যুর আগেই জানতেন নিজের রোগের কথা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল