পরমব্রত থেকে জিতু কমল, বিদিপ্তা সকলেই প্রার্থনা করছেন ঐন্দ্রিলা জন্য। জিতু কমল তো আবার নিজের প্রোফাইল পিকচারে সব্যসাচীর ছবি রেখেছেন। এই লড়াই শুধু ঐন্দ্রিলার নয়, সব্যসাচীরও। ২০১৯ সালে সান বাংলায় শুরু হয়েছিল 'জিয়নকাঠি' ধারাবাহিক। সেখানে এক লড়াকু মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা। আর পর্দায় তাঁর মায়ের চরিত্রে দেখা গিয়েছিল রিমঝিম গুপ্তকে। পর্দার মেয়েকে নিজের মেয়েই মনে করতেন রিমঝিম। মা বলেই ডাকতেন ঐন্দ্রিলাকে। আজ মেয়ের এই অবস্থায় বুক কেঁপে উঠল পর্দার মায়েরও। মা-মেয়ের লড়াইয়ের গল্প ছিল 'জিয়নকাঠি'। বহুদিন পর সিনেমা নয়, ছোট পর্দায় এই ধারাবাহিক দিয়েই অভিনয় শুরু করেন রিমঝিম। সে সময় ঐন্দ্রিলা তাঁকে বলেছিলেন, তুমি তো নায়িকা। কেন মায়ের চরিত্রে অভিনয় করছো?
advertisement
আজ সোশ্যাল মাধ্যমে নিজের পর্দার মেয়ের জন্য প্রার্থনা করলেন রিমঝিমও। তিনি লিখলেন, 'ঐন্দ্রিলা। অনেক বছর বসার পর জিয়ন কাঠি আমার কামব্যাক ছিল। আমি ৭৫ কিলো, ওভার-ওয়েট। লীনাদি অর্কদা বললো হিরোইনের মায়ের চরিত্র। একটু ভেবেছিলাম। তোর সঙ্গে দেখা আর এখানে হিরোইনের মা ছিলাম বলতে কিন্তু তোর আর আমার লড়াইয়ের গল্প। শ্বশুরবাড়িতেও তোর সাথেই ঢুকেছিলাম। তুই বললি, তুমি হিরোইন হয়ে মায়ের চরিত্র কেন করছো?"
তিনি আরও লেখেন, "তুই-ই একজন ছিলিস যে সকলের জন্য চিন্তা করত, যত্ন করত। তোর কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি। তোর হাসিতে পুরো ফ্লোর আটকে থাকত। ওই হাসিটা আবার দেখবো। সব সময় তোকে মা বলতাম। আমার অনস্ক্রিন মেয়ে ছিলি যে।তারাতারি ফিরে আয়। ইউ আর এ ফাইটার। মা করুণাময়ীকে ডেকেওছি তোর জন্য। সবাই তোর জন্য প্রে করছে। ফাইট ঐন্দ্রিলা। প্লিজ ফাইট।" এই পোস্ট লিখে আবেগে ভাসলেন ঐন্দ্রিলার আর এক মা।