ঐন্দ্রিলার মৃত্যু নিয়ে বুধবার রাতে গুজব ছড়ায় ফেসবুকে। নেটিজেনের একাংশ সেই ভুয়ো খবর ছড়িয়ে RIP লিখতে শুরু করেন। ঐন্দ্রিলার বন্ধু-প্রেমিক সব্যসাচী চৌধুরীও ফেসবুকে রাতেই বার্তা দেন, 'আরেকটু থাকতে দাও ওকে.. এসব লেখার অনেক সময় পাবে'। বৃহস্পতিবার সকালে ফের সৌরভও একই বার্তা দিয়ে জানালেন, ঐন্দ্রিলা বেঁচে আছেন।
advertisement
আরও পড়ুন: কেমন আছেন ঐন্দ্রিলা শর্মা? অভিনেত্রীর কামব্যাকের অপেক্ষায় রাতজাগা অনুরাগীরা
একই সঙ্গে তাঁর অনুরোধ, 'মেরে ফেলো না ওকে। পায়ে পরছি'। ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া একদল নেটিজেনের কাছে পায়ে পরে অনুরোধ করেছেন অভিনেতা সৌরভ দাস। কঠিন সময়ে বন্ধুর পাশে রয়েছেন সৌরভ, নিজেই তা জানিয়েছেন। কয়েকদিন আগেও একই ভাবে ঐন্দ্রিলার অসুস্থতার পর গুজব ছড়িয়ে পড়েছিল। সেই সময়ও ফেসবুকে পোস্ট করেছিলেন সৌরভ।
আরও পড়ুন: ঐন্দ্রিলা বললেই সব্যসাচীর মনে কী আসে? পুরনো ভিডিও নতুন করে ভাইরাল নেটপাড়ায়
সৌরভ লিখেছিলেন, 'সকলের উদ্দেশে জানাচ্ছি, ঐন্দ্রিলার স্বাস্থ্য নিয়ে জল্পনা করবেন না। আমি এবং Dibya আছি Sabyasachi র সঙ্গে শুরু থেকেই । ফোন ধরার মতো পরিস্থিতিতে আমি নেই। সঠিক সময় সব্য জানিয়ে দেবে যেমন ও সবসময় করে। আপনাদের ভালোবাসা-চিন্তার জন্য ধন্যবাদ। ওর জন্য (ঐন্দ্রিলা) প্রার্থনা করবেন।'