১০ দিন কেটে গেলেও এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। বরং সংক্রমণ বেড়েছে। জ্বরও রেয়েছে। তবে ভরসা ঐন্দ্রিলার বয়স। শনিবার পাওয়া খবর অনুযায়ী অভিনেত্রী জ্বর ১০০ ছুঁয়েছে। কখনও ভাল, কখনও আবার মন্দ, ঐন্দ্রিলার শরীর নিয়ে কোনওটাই সঠিক ভাবে বলতে পারছেন না চিকিৎসকরা। ঐন্দ্রিলার বয়স যে হেতু অনেকটাই কম, তাই তিনি লড়তে পারবেন বলেই আশা চিকিৎসকদের।
advertisement
আরও পড়ুন: কলকাতার সরকারি হাসপাতালে এই এক কারণেই অতিষ্ট রোগীর পরিবার, দুর্ভোগ উঠছে চরমে
হাসপাতাল সূত্রে খবর, এখনও 'সি প্যাপ সাপোর্টে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে, জ্ঞান আসেনি। ঘোরের মধ্যেই রয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার জানা গিয়েছিল, আবার নাকি নতুন সংক্রমণ ধরা পড়েছে অভিনেত্রীর শরীরে। কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে তা ছিল অনেকটা নিয়ন্ত্রণে। তবে, এখনও জ্বর আসাটা ভাল লক্ষণ নয় বলেই মনে করছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: কবর থেকে শিশুর দেহ তুলতেই সামনে এল বাবার হাড়হিম কীর্তি! তোলপাড় কলকাতা
১ নভেম্বর থেকে আচমকা ব্রেন স্ট্রোক হয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ঐন্দ্রিলা শর্মা। এর আগে দু'বার ক্যান্সারকে হারিয়ে কাজে ফিরেছিলেন তিনি। কিন্তু ফের অসুস্থতার সঙ্গে লড়াই চালাচ্ছেন অভিনেত্রী। একাধিকবার অস্ত্রোপচারের পরও আগে ঘুরে দাঁড়িয়েছেন ঐন্দ্রিলা। এবারও সেই ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় তাঁর অনুরাগী ও পরিবার।