TRENDING:

ভেন্টিলেশন থেকে বার করা হল ঐন্দ্রিলাকে, ৬ দিন পর আশার আলো দেখালেন সব্যসাচী

Last Updated:

গত শুক্রবার সব্যসাচী ফেসবুকে ভক্তদের আশ্বাস দিয়েছিলেন, 'শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সঙ্গে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মঙ্গলবার দুপুরে ব্রেন স্ট্রোকের পর থেকে হাসপাতালে ঐন্দ্রিলা শর্মা। এখনও জ্ঞান পুরোপুরি ফেরেনি তাঁর। কিন্তু ৬ দিন পর আশার আলো। তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরী খবর দিলেন, ভেন্টিলেশন থেকে বেরোলেন অভিনেত্রী। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
advertisement

ফেসবুকে সব্যসাচী লিখলেন, 'হাসপাতালে ছয় দিন পূর্ণ হলো আজ, ঐন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে, শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে। ওর মা যতক্ষণ থাকে, নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয়। বাবা আর দিদি ডাক্তারদের সাথে আলোচনা করে। সৌরভ আর দিব্য রোজ রাতে আমার সঙ্গে হাসপাতালে থাকতে আসে। আর আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সাথে। গলা চিনতে পারে, হার্টরেট ১৩০-১৪০ পৌঁছে যায়, দরদর করে ঘাম হয়, হাত মুচড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম, এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি।'

advertisement

গত শুক্রবার সব্যসাচী ফেসবুকে ভক্তদের আশ্বাস দিয়েছিলেন, 'শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সঙ্গে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।'

আরও পড়ুন: হঠাৎ মেয়ে বলে, ডান হাত নড়ছে না, তখনই সব্যকে ডেকে হাসপাতাল ছুটলাম: ঐন্দ্রিলার মা

advertisement

আরও পড়ুন: নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, অবশেষে এল সব্যসাচীর পোস্ট! লড়ছে ঐন্দ্রিলা

সোমবারের দুপুরের খবর অনুযায়ী, রক্তচাপ, শ্বাস প্রশ্বাস, এবং স্যাচুরেশন আপাতত স্বাভাবিক মাত্রায়। আপাতত সিপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে ২৪ বছরের অভিনেত্রীকে। স্নায়ু সংক্রান্ত সমস্যায় এখনও কোনও পরিবর্তন হয়নি। চলছে অ্যান্টিবায়োটিকও। গত শুক্রবার সন্ধ্যায় প্রথম বার স্বস্তির খবর পাওয়া যায় হাসপাতাল সূত্রে। জানা গিয়েছিল, বাঁ চোখ এবং বাঁ কাঁধ সামান্য নাড়াতে পারছেন ঐন্দ্রিলা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তার পরেই এল সব্যসাচীর পোস্ট। এল আশার আলো।

বাংলা খবর/ খবর/বিনোদন/
ভেন্টিলেশন থেকে বার করা হল ঐন্দ্রিলাকে, ৬ দিন পর আশার আলো দেখালেন সব্যসাচী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল