আসলে ঐন্দ্রিলা শর্মা ২০১৫ সাল থেকে মারণ রোগ ক্যান্সারে ভুগছেন। একাধিকবার তার এই জীবন যুদ্ধে জয়লাভ করলেও গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার সেইভাবে উন্নতি দেখা যায়নি। এরপরই রবিবার তিনি প্রয়াত হন। মাত্র ২৪ বছর বয়সে তার প্রয়াণে শোকোস্তব্ধ হয়ে পড়েছেন তার অনুরাগীরা। চোখের কোনে জল নিয়ে তারা ঐন্দ্রিলার পুরাতন সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন।
advertisement
আরও পড়ুন: মিরাকল হল না! লড়াই শেষ ঐন্দ্রিলা শর্মার, প্রয়াত অভিনেত্রী
ঠিক সেই রকমই ঐন্দ্রিলার ইউটিউব চ্যানেলে বোলপুর সফরের যে ভিডিওটি দেখা গিয়েছে তা এখন তার অনুরাগীদের সামনে নানা স্মৃতি তুলে ধরেছে। ঐন্দ্রিলা জুন মাসের ৪ তারিখ বোলপুর সফরে এসেছিলেন। সেই সফরে তার বন্ধু-বান্ধব দিদি এবং সব্যসাচীও সঙ্গী ছিলেন। ভিডিওতে দেখা গিয়েছে বোলপুরে এসে একটি হোটেলে তারা সবাই মিলে শালপাতার থালায় মাছভাত খেয়েছিলেন।
আরও পড়ুন: 'বোধহয় ওঁর ফিরে আসার ছিল না', ঐন্দ্রিলার মৃত্যুতে শোকাহত অরিন্দম শীল
এরপর ঘুরে দেখেছিলেন রায়পুরের জমিদার বাড়ি এবং তারপর পৌঁছে গিয়েছিলেন সোনাঝুরি হাট ও আমার কুটির। সোনাঝুড়ি হাটে পৌঁছে তাদের আদিবাসীদের সঙ্গে নাচ করতে দেখা যায়। সেই নাচের অন্যতম কেন্দ্র বিন্দু হয়ে উঠেছিলেন ঐন্দ্রিলা। এছাড়াও তিনি এই সোনাঝুড়িতে টাপা টিনি গানে নাচও করেছিলেন। এরপর তারা চলে যান আমার কুটির এবং সেখানে আদিবাসীদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র কিনতে দেখা গিয়েছিল। মাত্র মাস ছয়েক আগে ঐন্দ্রিলার এই বোলপুর সফর এখন অনেকেই ভুলতে পারছেন না।
মাধব দাস