TRENDING:

Pallavi Dey Death: চাঞ্চল্যকর দাবি ঐন্দ্রিলার! সাগ্নিক তাঁকে যৌন হেনস্থা করতেন, অভিযোগ মৃত পল্লবীর বন্ধুর

Last Updated:

Pallavi Dey Death: ঐন্দ্রিলার কথা অনুযায়ী, মাস দুই আগে শহরের এক পার্টিতে সাগ্নিক তাঁকে যৌন হেনস্থার চেষ্টা করেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রয়াত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ঐন্দ্রিলা মুখোপাধ্যায়। সাগ্নিক তাঁকে একাধিকবার যৌন হেনস্থা করার চেষ্টা করেছেন, পল্লবীর কথা রাখতে তিনি কোনও অভিযোগ করেননি। তবে ঐন্দ্রিলার সেই বয়ানেও রয়েছে অসংগতি।ঐন্দ্রিলার কথা অনুযায়ী, মাস দুই আগে শহরের এক পার্টিতে সাগ্নিক তাঁকে যৌন হেনস্থার চেষ্টা করেছিলেন। সেটাও প্রথম নয়৷ তার আগেও এমনটা হয়েছে তাঁর সঙ্গে।
advertisement

আরও পড়ুন : অলৌকিক ঘটনা! একই সন্তানের দু-দুবার জন্ম দিলেন মা! নিজেই জানালেন আশ্চর্য কাহিনী

প্রথমবার  ঐন্দ্রিলা তাঁর বয়ানে জানিয়েছিলেন তিনি পল্লবীর সঙ্গে যোগাযোগ রাখতেন না৷ কথা হত না। ফ্ল্যাটে যাওয়ার কথাও অস্বীকার করেছিলেন তিনি৷ তাহলে প্রশ্ন উঠছে, সাগ্নিকের সঙ্গে তাঁর দেখা হল কোথায়? পল্লবীর পরিচারিকা দাবি করেন, পল্লবীর অনুপস্থিতিতে ফ্ল্যাটে আসতেন ঐন্দ্রিলা৷ তারপরেই ভোল বদলে দেন ঐন্দ্রিলা।

advertisement

পরিচারিকা সেলিমা সর্দার জানান,'দাদা বৌদি প্রায়ই ঝগড়া করত। ঝগড়ার সময়ে দাদা দেয়ালে ঘুসি মারত এবং বৌদি নিজের গালে নিজে চড় মারত আর কাঁদত।' ঐন্দ্রিলা পল্লবীর অনুপস্থিতিতে ফ্ল্যাটে এসেছেন, বন্ধ ঘরে সাগ্নিক আর ঐন্দ্রিলা ছিল- সে কথা জানিয়েছেন তিনি৷ পাশাপাশি  এও বলেছেন, ঐন্দ্রিলার চালচলন তাঁর ভাল লাগেনি৷ ঐন্দ্রিলা জানিয়েছেন, পল্লবীর ফ্ল্যাটে তিনি একবারই গিয়েছিলেন। সেই রাতে সাগ্নিকের রক্ত বমি হয়। পরের দিন সকালেই পল্লবীর কলটাইম ছিল। তাই পল্লবী তাঁকে সেই রাতে থেকে যেতে বলেন। আরও দুই বন্ধু ছিল। ওরাও অফিসের জন্য বেরিয়ে যায়। এর পরে কাজের দিদি আসেন। ঐন্দ্রিলা জানান, ওই দিনের কথাই কাজের দিদি বলেছেন। তাহলে একজন যৌনহেনস্থাকারীকে ঐন্দ্রিলা কেন প্রশ্রয় দিলেন? কেনই বা পল্লবীর অনুপস্থিতিতে ফ্ল্যাটে থাকলেন? পুরনো কথার সঙ্গে স্বাভাবিকভাবেই এই কথার মিল নেই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঐন্দ্রিলা জানিয়েছেন সাগ্নিকের গ্রেফতারি সম্পর্কে তাঁর কিছু বলার নেই। পাশাপাশি তাঁর কথায়, "পুলিশি তদন্তে ১০০ শতাংশ সাহায্য করবো। যেটুকু পল্লবীকে আমি কাছ থেকে দেখেছি সব বলব। তার বাইরে যেগুলি মিথ্যে আমি বলব না।"

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey Death: চাঞ্চল্যকর দাবি ঐন্দ্রিলার! সাগ্নিক তাঁকে যৌন হেনস্থা করতেন, অভিযোগ মৃত পল্লবীর বন্ধুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল