TRENDING:

ফের টেলি অভিনেত্রীর 'আঁখমে বসে হো তুম' গানের Tiktok ভিডিও ভাইরাল

Last Updated:

নব্বইয়ের দশকের সুপরাহিট গানটি বেছে নিয়েছেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন টলিউডের অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী সুমনা চক্রবর্তী ৷ কখনও ২-৩ জন সঙ্গীকে নিয়ে তো কখনও একা একাই ভিডিও শ্যুট করে তোলপাড় ফেলে দিয়েছেন তিনি ৷
advertisement

প্রথমে আদমি খিলনা হ্যায়, তারপরেও বিভিন্ন ক্ষেত্রে নানান বিষয়ের উপরে ভিডিও শ্যুট করেছেন তিনি ৷ দিনরাত দর্শকদের মনরঞ্জন করতে করতে যখন জীবন একঘেয়ে হয়ে যায় ঠিক তখনই কিছুটা নিজের জন্য সময় বের করে একটু হালকা সময় কাটিয়েছেন ৷

সুমনা চক্রবর্তী ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কখনও শ্যুটিং-এর ফাঁকে মেকআপ রুমে জমজমাট ভিডিও শ্যুট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তো কখনও ৷ এইবার আরও একটি সুপারহিট গানের টিকটক ভিডিও শ্যুট করেছেন তিনি ৷ ৯০ এর দশকের অন্যতম সেরা গানের ভিডিও, অভিজিৎ ও অলকা ইয়াগনিকের কন্ঠে, সুনীল শেট্টি ও সোনালি বেন্দ্রে আভিনীত 'টক্কর' ছবির আঁখমে বসে হো তুম গানে টিকটক ভিডিও শ্যুট করে সাড়া ফেলে দিয়েছেন তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের টেলি অভিনেত্রীর 'আঁখমে বসে হো তুম' গানের Tiktok ভিডিও ভাইরাল