সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ধ্যানচাঁদের বায়োপিকে অভিনয় করতে চলেছেন ভিকি কৌশল৷ বায়োপিকের স্ক্রিপ্টও নাকি ভিকি কৌশলের পছন্দ হয়েছে৷ ছবির নির্মাতাদের সঙ্গে নাকি কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়েছে৷ ইতিমধ্যেই ধ্যানচাঁদের বায়োপিক নিয়ে জোরদার আলোচনা চলছে৷ পরিচালক অভিষেক চৌবে ছবিটির পরিচালনা করবেন৷ প্রযোজক রণি স্ক্রিউবালা ধ্যানচাঁদের বায়োপিক তৈরির কথা প্রথম আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন৷
advertisement
আরও পড়ুন-এ কী অবস্থা! জিম করতে করতে কী হল সলমনের, ট্যুইটার পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া
আরও পড়ুন-নাকের সার্জারি করে আরও সুন্দর হতে হবে, সত্যিই কি এমনটা করেছিলেন ইয়ামি গৌতম
শ্যাম বাহাদূর ছবির জন্য এমনিতেই শিরোনামে রয়েছেন ভিকি কৌশল৷ তার উপর আবার ধ্যানচাঁদের বায়োপিকেও নাম শোনা যাচ্ছে ভিকির৷ অলিম্পিকে তিনবার সোনা জয়ী দলের সদস্য ধ্যানচাঁদ৷ এবার তাঁর জীবনী বড়পর্দায় আসতে চলেছে৷ যা দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। মেঘনা গুলজার পরিচালিত 'শ্যাম বাহাদূর' ছবির কাজও শেষ করে ফেলেছেন ভিকি৷ নিজেই সেকথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা৷ এই মুহূর্তে একগুচ্ছ কাজ রয়েছে ভিকির ঝুলিতে৷ 'উরি' ছবির সাফল্যের পর থেকেই ভিকির জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়েছে৷ আপাতত ধ্যানচাঁদের বায়োপিকে ভিকিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷