TRENDING:

Kunal Ghosh: রাজনীতি, সাংবাদিকতার পরে ব্রাত্য বসুর পরিচালনায় এবার অভিনয়ে কুণাল ঘোষ! কোন ছবিতে থাকছেন?

Last Updated:

Kunal Ghosh: রাজনীতি, সাংবাদিকতার পরে ব্রাত্য বসুর পরিচালনায় এবার অভিনয়ে কুণাল ঘোষ। এই নিয়ে দ্বিতীয় সিনেমায় অভিনয় করতে চলেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ ছাড়াও ওই ছবিতে অভিনয় করবেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, সিনেমার নাম 'শেকড়'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজনীতি, সাংবাদিকতার পরে ব্রাত্য বসুর পরিচালনায় এবার অভিনয়ে কুণাল ঘোষ। এই নিয়ে দ্বিতীয় সিনেমায় অভিনয় করতে চলেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ ছাড়াও ওই ছবিতে অভিনয় করবেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, সিনেমার নাম ‘শেকড়’।
নতুন ভূমিকায় কুণাল
নতুন ভূমিকায় কুণাল
advertisement

বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প নিয়ে তৈরি হচ্ছে শেকড় সিনেমাটি। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী এবং সীমা বিশ্বাস। ‌অভিনয়ে রয়েছেন, ঋদ্ধি সেন। এই ছবির শুটিংয়ের জন্য বোলপুরে যাচ্ছেন কুণাল ঘোষ। ব্যস্ততার জন্য সপ্তাহে দুদিন শুক্র এবং শনিবার সপ্তাহে ২ দিন শুটিং করবেন।

আরও পড়ুন: এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্রকে চ্যালেঞ্জ ৯২ হাজার পরীক্ষার্থীর! কী হবে এবার?

advertisement

ওই ছবিতে বিভিন্ন চরিত্রের মধ্যে কুণাল ঘোষের চরিত্রের নাম মেজদা। এক রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করছেন তিনি। বিধায়ক নারায়ণ গোস্বামীও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে বলে খবর। ইতিমধ্যেই অরিন্দম শীলের পরিচালনায় কর্পূর সিনেমা অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন: ‘কেউ এক টাকাও দেয় না, তা সত্ত্বেও আমরা কাজ করছি’, উত্তরবঙ্গ নিয়ে কেন্দ্রকে আক্রমণে মমতা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু যেন কাশ্মীরের বৈসারন ভ্যালি, বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে
আরও দেখুন

বোলপুর ছাড়াও ওই সিনেমার শুটিং হবে বেনারসে। আগামী বছর মার্চ মাসে সিনেমাটি মুক্তি পেতে পারে। তবে হেভিওয়েট নেতারা অভিনয় করায় ইতিমধ্যেই এই ছবি ঘিরে চর্চা শুরু হয়েছে। তবে ভোটের আগেই ওই ছবি মুক্তি পাওয়ায় ভাল সাড়া পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kunal Ghosh: রাজনীতি, সাংবাদিকতার পরে ব্রাত্য বসুর পরিচালনায় এবার অভিনয়ে কুণাল ঘোষ! কোন ছবিতে থাকছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল