TRENDING:

আরবাজের পর বেটিংকাণ্ডে নাম উঠল সাজিদ খানেরও

Last Updated:

আরবাজ খানের পর এবার সাজিদ খান৷ আইপিএল বেটিং-এ নাম উঠে এল তাঁর৷ আবারও বলিউডের এক নামী পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে বেটিং-এর অভিযোগ উঠে এল৷ যেই বুকি আরবাজের নাম প্রকাশ করেছিল, তার থেকেই পাওয়া গেল সাজিদের নাম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আরবাজ খানের পর এবার সাজিদ খান৷ আইপিএল বেটিং-এ নাম উঠে এল তাঁর৷ আবারও বলিউডের এক নামী পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে বেটিং-এর অভিযোগ উঠে এল৷ যেই বুকি আরবাজের নাম প্রকাশ করেছিল, তার থেকেই পাওয়া গেল সাজিদের নাম৷
advertisement

আরও পড়ুন আইপিএলের মঞ্চ থেকে শিক্ষা নিয়ে এখন নিজের ‘এই ভুল’ নিয়ে খাটছেন শ্রীবৎস

বুকি সোনু জালান জানিয়েছে সাজিদ নাকি বছর সাতেক আগে নিয়মিত বেটিং করতেন৷ সাজিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে থানে পুলিশ৷ যদিও এখনই সাজিদকে ডেকে পাঠানো হচ্ছে না৷ আরো খতিয়ে দেখেই এ বিষয় এগোতে চাইছে পুলিশ৷

advertisement

আরও পড়ুন শ্রীদেবী মারা যেতেই বাবা-বোনদের পাশে অর্জুন, কারণটা কী?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে বেটিংকাণ্ডে নাম জড়ায় সলমনের ভাই আরবাজের৷ সোনু জালানকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে আরবাজের নাম৷ পরে তিনি নিজেও স্বীকার করে নেন সেই অভিযোগ৷ সূত্রের খবর, আরবাজও নাকি বেটিং-এর সঙ্গে যুক্ত বলিউডের আরও ৭জনের নাম প্রকাশ্যে এনেছেন৷ তদন্তের স্বার্থে এখনই সেই নামগুলো সামনে আনছেন না তদন্তকারীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আরবাজের পর বেটিংকাণ্ডে নাম উঠল সাজিদ খানেরও