সম্প্রতি, অঞ্জলি অরোরার পর ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংয়ের এমএমএস ফাঁস হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই খবরটি সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ছড়িয়ে পড়ে যে সবাই এই এমএমএস নিয়ে আলোচনা করছেন। আসলে সোশ্যাল মিডিয়ায় এমএমএস ফাঁসের খবরের সঙ্গে সঙ্গে অক্ষরা সিংয়ের একটি কান্নার ভিডিও খুব ভাইরাল হয়েছিল। এই ভাইরাল ভিডিওতে তিনি বলেছেন যে অক্ষরা এমএমএস ফাঁসের পরে বিরক্ত হয়ে কাঁদছেন।
advertisement
আরও পড়ুন: মদের নেশায় বুদঁ করিনা-সলমন-দীপিকা-রণবীর আলিয়া! মাতাল ছবি দেখলে চমকে উঠবেন আপনি
ভাইরাল হওয়া এই কান্নার ভিডিওতে ভোজপুরি অভিনেত্রীকে দেখা যাচ্ছে হাত জোড় করে কাঁদছেন। ভিডিওতে অক্ষরা সিং বলছেন- 'আমি বিরক্ত হয়েছি। যাঁরা আমাকে পছন্দ করে তাঁরা আমাকে আজীবন পছন্দ করবে। আপনি যদি বড় নাম হন তবে আপনার কাজ করুন। মুখে নকল মুখোশ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? শুধু ভোজপুরি ইন্ডাস্ট্রিতেই কেন এই নোংরামি? সবাই একে অপরের পিছনে লেগেছে।'
আরও পড়ুন: স্নানের দৃশ্য ভাইরাল কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! প্রেমিকের ব্ল্যাকমেল? জেরা চণ্ডীগড় পুলিশের
ভাইরাল এমএমএসটিতে আদৌ অক্ষরা ছিলেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। অভিনেত্রী নিজে জানিয়েছেন, ভিডিয়োটি ভুয়ো। তবু চর্চা থামেনি।
তবে এর আগেও এইরকম ভিডিও ভাইরাল হয়েছে। অঞ্জলি অরোরার এমএমএসও সম্প্রতি ফাঁস হয়েছে। এই তালিকায় নয়া সংযোজন অক্ষরা।