TRENDING:

অর্থ, খাবার থেকে টিকা, যশরাজ ফিল্মসের সুবর্ণজয়ন্তী উদযাপন-ব্যয় আদিত্য চোপড়া দান করলেন কোভিড ত্রাণে

Last Updated:

২০২০ সালে ৫০ তম বর্ষ পূর্ণ করেছে যশরাজ ফিল্মস ৷ চোপড়া পরিবারের পরিকল্পনা ছিল এই মাইলফলক বর্ষ সারা পৃথিবীজুড়ে উদযাপিত করার ৷ কিন্তু অতিমারিতে দেশের পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  অতিমারির দ্বিতীয় ঢেউয়ে দেশ বিপর্যস্ত ৷ সমাজের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামীরা এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন আর্তদের ৷ সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন আদিত্য চোপড়া ৷ যশ রাজ ফিল্মসের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে যে অর্থ বরাদ্দ ছিল, তার সবই তিনি দান করলেন কোভিড ত্রাণে ৷ টিনসেল টাউনে চলচ্চিত্র শিল্প মহল এবং তার সঙ্গে জড়িত দৈনিক উপায়ীদের কল্যাণপ্রকল্পে ব্যবহার করা হবে ওই টাকা ৷
advertisement

২০২০ সালে ৫০ তম বর্ষ পূর্ণ করেছে যশরাজ ফিল্মস ৷ চোপড়া পরিবারের পরিকল্পনা ছিল এই মাইলফলক বর্ষ সারা পৃথিবীজুড়ে উদযাপিত করার ৷ কিন্তু অতিমারিতে দেশের পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয় ৷

পাশাপাশি, নামী এই প্রযোজনা সংস্থা বিনামূল্যে রান্না করা খাবারের যোগান দেবে গোরেগাঁওয়ের কয়েক হাজার কোভিডযোদ্ধাকে ৷ এ ছাড়া অন্ধেরীতে যাঁরা এই পরিস্থিতিতে নিভৃতবাসে আছেন, তাঁদেরকেও খাবার পৌঁছে দেবে যশরাজের স্টুডিয়ো ৷ ছবির জগতের সঙ্গে যুক্ত অগণিত মানুষের হাতে অর্থসাহায্যও পৌঁছে দেওয়া হবে ৷

advertisement

এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নেওয়া হয়েছে আরও দুটি উদ্যোগ ৷ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মহিলা ও প্রবীণদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া হবে পাঁচ হাজার টাকা ৷ এ ছাড়াও ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত পরিবারদের কাছে এক মাস ধরে রেশন পৌঁছে দেওয়ার কথাও ভাবা হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
হাতি-লেপার্ডের আতঙ্ক ছুমন্তর! এবার কৃষি দফতরের সহযোগিতায় আয়ের নতুন দিশা, অঢেল লাভের আশা
আরও দেখুন

মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নথিভুক্ত তিরিশ হাজার পরিবারের জন্য টিকা কিনতে চেয়ে সম্প্রতি সরকারের কাছে আবেদনও করেছিল যশরাক ফিল্মস৷ সেইসঙ্গে এই সংস্থা জানিয়েছে, সকল কর্মীদের টিকা নেওয়া সংক্রান্ত সব খরচ তারা বহন করতে চায় ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
অর্থ, খাবার থেকে টিকা, যশরাজ ফিল্মসের সুবর্ণজয়ন্তী উদযাপন-ব্যয় আদিত্য চোপড়া দান করলেন কোভিড ত্রাণে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল