২০২০ সালে ৫০ তম বর্ষ পূর্ণ করেছে যশরাজ ফিল্মস ৷ চোপড়া পরিবারের পরিকল্পনা ছিল এই মাইলফলক বর্ষ সারা পৃথিবীজুড়ে উদযাপিত করার ৷ কিন্তু অতিমারিতে দেশের পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয় ৷
পাশাপাশি, নামী এই প্রযোজনা সংস্থা বিনামূল্যে রান্না করা খাবারের যোগান দেবে গোরেগাঁওয়ের কয়েক হাজার কোভিডযোদ্ধাকে ৷ এ ছাড়া অন্ধেরীতে যাঁরা এই পরিস্থিতিতে নিভৃতবাসে আছেন, তাঁদেরকেও খাবার পৌঁছে দেবে যশরাজের স্টুডিয়ো ৷ ছবির জগতের সঙ্গে যুক্ত অগণিত মানুষের হাতে অর্থসাহায্যও পৌঁছে দেওয়া হবে ৷
advertisement
এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নেওয়া হয়েছে আরও দুটি উদ্যোগ ৷ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মহিলা ও প্রবীণদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া হবে পাঁচ হাজার টাকা ৷ এ ছাড়াও ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত পরিবারদের কাছে এক মাস ধরে রেশন পৌঁছে দেওয়ার কথাও ভাবা হয়েছে ৷
মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নথিভুক্ত তিরিশ হাজার পরিবারের জন্য টিকা কিনতে চেয়ে সম্প্রতি সরকারের কাছে আবেদনও করেছিল যশরাক ফিল্মস৷ সেইসঙ্গে এই সংস্থা জানিয়েছে, সকল কর্মীদের টিকা নেওয়া সংক্রান্ত সব খরচ তারা বহন করতে চায় ৷