বলিউডে বিশেষ কোনও ছবি তিনি না করলেও যথেষ্ট জনপ্রিয় আদা শর্মা । ১৯২০তে তাঁর অভিনয় দক্ষতা দিয়ে সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন। তারপর পরিণীতি চোপড়া ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘হাসি তো ফাসি’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই অনুরাগীদের জন্য নানা ছবি ভিডিও শেয়ার করেন তিনি।
সম্প্রতি আদা তাঁর ইনস্টাতে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে বাজি পোড়ানোর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন তিনি। চণ্ডী রূপ ধারন করেছেন আদা। এই ভিডিও শেয়ার করে আদা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চেয়েছেন। এই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, "হ্যাপি দিওয়ালি। সব পশুপ্রেমিদের এবং যারা পশু প্রেমি নয় সকলকে বলছি এদের একটু ভালোবাসা কি দিতে পারি না আমরা। ভালোবাসাই তো চায় তাঁরা আমাদের কাছে।" এই পোস্টে অনেক মানুষ কমেন্ট করেছেন। ইতিমধ্যে এই ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।