TRENDING:

শ্যুটিং ফ্লোরে ভুতের খপ্পরে টিভি অভিনেত্রী !

Last Updated:

যারা বিশ্বাস করেন তারা তো খবরটা পড়ে চমকেই উঠবেন ৷ আর যারা করেন না, তারাও হয়তো হতবাক হবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: যারা বিশ্বাস করেন তারা তো খবরটা পড়ে চমকেই উঠবেন ৷ আর যারা করেন না, তারাও হয়তো হতবাক হবেন টেলি অভিনেত্রী অদিতি সাজওয়ানের কথা শুনে ৷ কারণ, অদিতি নাকি শ্যুটিং করতে গিয়ে পেয়েছেন ভূতের দেখা ৷
advertisement

তা কী হয়েছিল অদিতির সঙ্গে ? অদিতি জানালেন স্পষ্ট, ‘চিড়িয়াঘর সিরিয়াল শ্যুটিং যে স্টুডিওতে হয়, সেটা ভূতের বাড়ি হিসেবেই পরিচিত ৷ অনেকের কাছেই শুনেছি ৷ রাতের বেলা নাকি নানারকম আওয়াজ শোনা যায় ৷ আমাদের শ্যুটিং টিমের একজন উঁচু থেকে পড়ে গিয়ে আহত হয় ৷ সে বলেছিল তাঁকে নাকি কেউ ধাক্কা দিয়েছে ৷ এই সব কথায় আমি বিশ্বাস করতাম না ৷ কিন্তু আমার সঙ্গেও যে অদ্ভুত কাণ্ডটা ঘটবে, তা বুঝতেই পারিনি ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

অদিতি বলেন আরও, ‘রোজই আমি আমার গাড়িকে নির্দিষ্ট একটা জায়গায় পার্ক করতাম ৷ কিন্তু একদিন দেখি, যেখানে পার্ক করে রেখেছিলাম, গাড়িটা সেখানে নেই ৷ আমি তো হতবাক ৷ তারপর দেখি, ঠিক উলটো জায়গায় গাড়িটা দাঁড়িয়ে আছে ৷ আমি খুব ভয় পেয়েছিলাম ৷ আশে-পাশে কেউ ছিল না ৷ গাড়িটা কে সরালো !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্যুটিং ফ্লোরে ভুতের খপ্পরে টিভি অভিনেত্রী !