TRENDING:

মোবাইল হ্যাক ! অভিনেত্রীর হোয়াটস অ‍্যাপ কল রিসিভ করলেই ভেসে উঠছে নগ্ন ভিডিও

Last Updated:

'' শ‍্যুটিং করছিলাম। আচমকা একটা ভিডিও কল এল... তখন আমি সেটে, চারপাশে অসংখ্য লোক, যেই না আমি কলটা রিসিভ করলাম...''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# মুম্বই: অভিনেত্রীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে চলছে অশ্লীল ভিডিও কল! সম্প্রতি এমনই ঘটনার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। প্রথমে অভিনেত্রীর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কনট্যাক্ট লিস্টে থাকা অন্য বন্ধুদের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে, যা থেকে বোঝার উপায় নেই যে তিনি আদৌ তেজস্বী নন।
advertisement

এরপরই একটি লিংক শেয়ার করা হচ্ছে তেজস্বীর নম্বর থেকে। বলা হচ্ছে, সেই লিংক থেকে একটা কোড আসবে, যা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। অনেকেই তেজস্বী ভেবে সেই কোডটি পাঠিয়েও দিচ্ছেন। এরপরই তেজস্বীর নম্বর থেকেই ভিডিও কল আসছে ! রিসিভ করলে তেজস্বীর পরিবর্তে দেখা যাচ্ছে নগ্ন ভিডিও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তেজস্বী জানান, '' শ‍্যুটিং করছিলাম। আচমকা একটা ভিডিও কল এল... তখন আমি সেটে, চারপাশে অসংখ্য লোক, যেই না আমি কলটা রিসিভ করলাম, দেখি এক নগ্ন ব্যক্তি!'' এই ঘটনার পরে সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানিয়েছেন তেজস্বী প্রকাশ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
মোবাইল হ্যাক ! অভিনেত্রীর হোয়াটস অ‍্যাপ কল রিসিভ করলেই ভেসে উঠছে নগ্ন ভিডিও