গত ১৭ সেপ্টেম্বর অসুস্থতার জন্য কলকাতারই এক বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভক্তরা বেশ ভয়েই ছিসেন। তবে এখন সম্পূর্ণ সুস্থ না হলেও উঠে বসতে পারছেন। ভক্তদের জন্য রইল অভিনেত্রীর একটা বর্তমান ছবি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিউজ১৮বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, "নিজের ব্যক্তিগত জীবন নিজের মধ্যেই রাখতে পছন্দ করি আমি। তাই প্রেম নিয়ে কখনওই মন্তব্য করতে চাই না।"
advertisement
আরও পড়ুন: শিব ও শক্তির মেল বন্ধন! অভিনব ফটোশ্যুটে দেবাশিস, অরুণিমা, তন্নিষ্ঠারা
আরও পড়ুন: টাকা নিয়েও শো করলেন না স্বপ্না চৌধুরী, আদালতে আত্মসমর্পণ করলেন শিল্পী
তিনি আরও বলেন, "টলিউডের অন্যান্য নায়িকার তুলনায় আমার ছবির সংখ্যা একটু কম। কারণ আমি পরিমাণের তুলনায় মানের প্রতি বেশি যত্নবান। চিত্রনাট্য নিয়ে একটু খুঁতখুঁতে। একসঙ্গে একাধিক ছবি করি না, যাতে নিজের পারফর্ম্যান্সের দিকে নজর দিতে পারি। তবে গত দু'বছরে অনেক ছবিতে অভিনয় করে ফেলেছি। আর সদ্যই 'আবার বছর কুড়ি পরে'-র জন্য আমি সংবর্ধনা পেলাম বিদেশে গিয়ে৷ খুব ভাল লাগল দূর দেশে সম্মানিত হয়ে। ছবিটা লাস ভেগাসে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে দেখানো হয়েছে। মোট তিনটি ছবি। সেরা অভিনেত্রীর পুরস্কার পাই। তার পরে ঘটনাচক্রে আমি নিউইয়র্কে বেড়াতে গিয়েছিলাম। ওখানকার সেনেটর, কয়েক জন কংগ্রেসমেন আমাকে পুরস্কৃত করেছেন, সংবর্ধনা দিয়েছেন। আবার নিউইয়র্কে যেতেও বলেছেন তাঁরা।"