TRENDING:

Sudipa Chatterjee: চলে গেলেন সুদীপার 'দেবতা'! কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর 'রান্নাঘর'-খ্যাত অভিনেত্রী

Last Updated:

Sudipa Chatterjee: আবার দুঃসংবাদ সুদীপার জীবনে৷ ফের কাছের মানুষকে হারালেন 'রান্নাঘর'-খ্যাত অভিনেত্রী৷ কিছুদিন আগেই মা-কে হারিয়ে মাতৃহারা হন সুদীপা৷ এবার নিজের জীবনের অন্যতম প্রিয় একজন দেবতা-কে হারালেন সুদীপা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আবার দুঃসংবাদ সুদীপার জীবনে৷ ফের কাছের মানুষকে হারালেন ‘রান্নাঘর’-খ্যাত অভিনেত্রী৷ কিছুদিন আগেই মা-কে হারিয়ে মাতৃহারা হন সুদীপা৷ এবার নিজের জীবনের অন্যতম প্রিয় একজন দেবতা-কে হারালেন সুদীপা৷ সোশ্যাল মিডিয়ায় একথা নিজেই শেয়ার করে নিয়েছেন তিনি৷
শেষ সম্বলটুকুও চলে গেল! কাছের মানুষকে হারালেন সুদীপা, প্রিয়জনের শোকে পাথর 'রান্নাঘর'-খ্যাত অভিনেত্রী
শেষ সম্বলটুকুও চলে গেল! কাছের মানুষকে হারালেন সুদীপা, প্রিয়জনের শোকে পাথর 'রান্নাঘর'-খ্যাত অভিনেত্রী
advertisement

নিজের সোশ্যাল মিডিয়ায় পুরো পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সুদীপা৷ যেখানে লেখা- যে হ্যান্ডসাম লোকটিকে আমার পাশে দেখছেন, তিনি আমার দেবতা৷ আমার শাশুড়িমায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল৷ তিনি প্রকৃত অর্থেই সুইটহার্ট৷ একাধিকবার নানা কারণে তিনি আমায় বকেছেন৷ কিন্তু এই বকাগুলি বারবার আমায় শক্ত করে তুসেছে৷ তিনিই আমাকে শিখিয়েছিলেন ম্যানার্স৷ আমার বাবা চলে যাওয়ার পর তিনিই আমার বাবার জায়গাটা নিয়েছিলেন৷ আমার পাশে থাকতেন সবসময় হাসি মুখে৷ সকলের হৃদয়ে এবার তিনি থাকবেন৷ আমি তোমাকে মিস করব, দেবতা৷

advertisement

বাবাকে হারানোর পর শ্বশুরমশাইকে পেয়েছিলেন বাবা হিসেবে৷ প্রাণের চেয়ে প্রিয় শ্বশুরের কাঁধে মাথা রেখে, শক্ত করে হাত ধরে ছবি পোস্ট করেছেন৷ বাবাকে হারালেন অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ একের পর এক ঝড় বয়ে যাচ্ছে সুদীপার জীবনে৷

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সময়ে চাষ করলে মিলবে ৩বার ফলন, ২ মাসেই প্রচুর টাকা লাভের সুযোগ ব্রকোলি চাষে
আরও দেখুন

উল্লেখ্য, কাজের সূত্রে শেষবারের মতো কুকিং শো রান্নাঘর-এ দেখা গিয়েছে সুদীপাকে৷ দীর্ঘ ১৭ বছর তিনি এই শো করেছেন৷ তবে ২০২২ সালে শো বন্ধ হয়ে যায়৷ বর্তমানে পুরোপুরি ব্যবসার কাজেই মন দিয়েছেন সুদীপা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee: চলে গেলেন সুদীপার 'দেবতা'! কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর 'রান্নাঘর'-খ্যাত অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল