TRENDING:

পিছনে ঝুলছে বিয়ের ঘাঘড়া, বাথরোব পরে বসে আছেন কাজল, চোখে-মুখে কীসের টেনশন ?

Last Updated:

রীতিমতো হইহই করে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী কাজল আগরওয়াল ও গৌতম কিচলু ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রীতিমতো হইহই করে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী কাজল আগরওয়াল ও গৌতম কিচলু ৷ গোলাপি রঙের পোশাকে কাজল-গৌতম নজর কেড়েছিলেন সবার ৷ হলদি অনুষ্ঠান থেকে বিয়ে ৷ সবেতেই বউয়ের সাজে প্রশংসা পেয়েছেন কাজল৷
advertisement

বিয়ে মানেই নতুন জীবনের শুরু ৷ বিয়ে মানেই নতুন দায়িত্ব ৷ অভিনেত্রী কাজলও সাধারণের এই নিয়ম থেকে বাদ পড়েননি ৷ যতই ক্যামেরার সামনে হাসি-খুশি ছবি দেন না কেন, কাজলের মনের ভিতর যে টেনশনে দুরু দুরু তা কিন্তু নজরে এসেছে ৷

তবে হ্যাঁ, বিয়ের আউটফিটে নয় ৷ বরং বিয়ের ঠিক আগে হোটেলের রুমে ৷ একেবারে একা বসে কাজল অল্প হলেও, চিন্তিত হয়েছিলেন ৷ এই চিন্তা অবশ্য কম-বেশি সবারই হয় ৷ ইংরেজিতে যাকে বলে প্রি-ওয়েডিং টেনশন ! হ্যাঁ, কাজলের সেই অবস্থাই ঘটেছিল ৷

advertisement

অভিনেত্রী কাজল আগরওয়াল তাঁর ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ছবি আপলোড করেছেন ৷ যেখানে দেখা যাচ্ছে, বাথরোব পরে বসে আছেন কাজল৷ শরীর অবশ্য গয়নায় মোড়া ৷ ছবিতে দেখা যাচ্ছে বিয়ের পোশাকটি পিছনে ঝুলে রয়েছে ৷ গভীর চিন্তায় মগ্ন কাজল !

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কাজল ছবি আপলোড করে লিখলেন, ‘ঝড় আসার আগে শান্ত হয় !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
পিছনে ঝুলছে বিয়ের ঘাঘড়া, বাথরোব পরে বসে আছেন কাজল, চোখে-মুখে কীসের টেনশন ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল