বিয়ে মানেই নতুন জীবনের শুরু ৷ বিয়ে মানেই নতুন দায়িত্ব ৷ অভিনেত্রী কাজলও সাধারণের এই নিয়ম থেকে বাদ পড়েননি ৷ যতই ক্যামেরার সামনে হাসি-খুশি ছবি দেন না কেন, কাজলের মনের ভিতর যে টেনশনে দুরু দুরু তা কিন্তু নজরে এসেছে ৷
তবে হ্যাঁ, বিয়ের আউটফিটে নয় ৷ বরং বিয়ের ঠিক আগে হোটেলের রুমে ৷ একেবারে একা বসে কাজল অল্প হলেও, চিন্তিত হয়েছিলেন ৷ এই চিন্তা অবশ্য কম-বেশি সবারই হয় ৷ ইংরেজিতে যাকে বলে প্রি-ওয়েডিং টেনশন ! হ্যাঁ, কাজলের সেই অবস্থাই ঘটেছিল ৷
advertisement
অভিনেত্রী কাজল আগরওয়াল তাঁর ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ছবি আপলোড করেছেন ৷ যেখানে দেখা যাচ্ছে, বাথরোব পরে বসে আছেন কাজল৷ শরীর অবশ্য গয়নায় মোড়া ৷ ছবিতে দেখা যাচ্ছে বিয়ের পোশাকটি পিছনে ঝুলে রয়েছে ৷ গভীর চিন্তায় মগ্ন কাজল !
কাজল ছবি আপলোড করে লিখলেন, ‘ঝড় আসার আগে শান্ত হয় !’
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2020 3:09 PM IST