ট
লিউডে ফের সম্পর্কে ভাঙনের খবর। সম্পর্ক ভাঙছে অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের। ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল অভিনেত্রীকে। তাঁর স্বামী অরিন্দম চক্রবর্তী একজন পরিচালক। তাঁদের সম্পর্কের যে অবনতি ঘটেছে ইন্ডাস্ট্রিতে সেই খবর আগেই ছড়িয়েছিল। সমাজমাধ্যমে রিয়ার পোস্টের পরেই সবটা পরিষ্কার হয়ে গিয়েছে নেটিজেনদের কাছে।
advertisement
নায়িকা লাইভে বলেন, ‘এটা হয়তো আমার শেষবারের মতো লাইভে আসা। আজ থেকে ১২ বছর আগে যখন পথ চলা শুরু করেছিলাম তখন আমাদের মধ্যে যে সম্মান, ভালবাসা ছিল, সেটা এখন নেই। আমি চেয়েছিলাম যে, আমার সন্তানের বাবা হিসেবে নিজের দায়িত্বটুকু পালন করত। কিন্তু সেটা হয়নি, আমাকে টেনে নীচে নামানো হয়েছে। ও নোংরা অকথ্য ভাষায় আমার সঙ্গে কথা বলত। তাঁর অসুস্থ মা, আমার সন্তানদের দিব্যি দিত। এগুলোর প্রয়োজন ছিল না।’
প্রথমদিন ফেসবুকে খবরটা জানিয়ে রিয়া লিখেছিলেন, ‘‘আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। দয়া করে আমাকে ওঁর বিষয়ে কোনও কিছু জিজ্ঞাসা করবেন না।’’ ২০১৩ \সালে রিয়া ও অরিন্দম গাঁটছড়া বাঁধেন। দম্পতির যজ সন্তান রয়েছে।