TRENDING:

Priyanka Chopra and Nick Jonas: শেষমেশ ‘ঘরছাড়া’ হলেন নিক-প্রিয়াঙ্কা! কোটি টাকার বিলাসবহুল প্রাসাদ ত্যাগ কেন করলেন নায়িকা

Last Updated:

লস অ‍্যাঞ্জেলেসের বাড়ি ছাড়তে হল প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লস অ‍্যাঞ্জেলেসের বাড়ি ছাড়তে হল প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসকে। শোনা যাচ্ছে, বিক্রেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছেন দম্পতি। কিন্তু কোটি কোটি টাকা দিয়ে কেনা বিলাসবহুল বাড়ি হঠা‍ৎ ‘বসবাসের অযোগ্য’ হয়ে উঠল কেন?
শেষমেশ ‘ঘরছাড়া’ হলেন নিক-প্রিয়াঙ্কা! কোটি টাকার বিলাসবহুল প্রাসাদ ত্যাগ কেন করলেন নায়িকা
শেষমেশ ‘ঘরছাড়া’ হলেন নিক-প্রিয়াঙ্কা! কোটি টাকার বিলাসবহুল প্রাসাদ ত্যাগ কেন করলেন নায়িকা
advertisement

আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দম্পতির ভালবেসে কেনা বাড়িতে দেখা দিতে শুরু বিভিন্ন সমস্যা৷ মূলত বাড়িতে জলের সমস্যা দেখা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি৷

নিক এবং প্রিয়াঙ্কার বাড়িতে রয়েছে একটি বিরাট আকারের পুল এবং প্রিয়াঙ্কার স্পা৷ কিন্তু এখানেই জলরোধী ব্যবস্থা ঠিকমতো করা হয়নি বলেই খবর৷ ফলে বাড়িতে দেখা দিতে শুরু করেছে জল সংক্রান্ত আরও নানা বিপত্তি৷

advertisement

আরও পড়ুন: স্মৃতি নষ্ট! ওই মেয়েটা কে? পর্দায় নিজেকে দেখে নিজেই চিনতে পারেননি ‘আশিকি’ খ্যাত নায়িকা? এই ঘটনাই কাল হল জীবনে

সূত্রের খবর, নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার করা লিখিত অভিযোগে উল্লেখ্য রয়েছে জল সংক্রান্ত আরও সমস্যার কথাও৷ ‘বারবিকিউ ডেকের ওপরেও জল পড়ছে’, বলে অভিযোগ দম্পতির৷ সেই সঙ্গে অভিযোগ পত্রে লেখা, ‘‘ডেকের নীচে ফুটো থেকে জল পড়ে বাসস্থানের একটি অংশকে ক্ষতিগ্রস্থ করছে৷’’ প্রসঙ্গত অভিযোগ পত্রে বাড়িটিকে ‘ কার্যত বসবাসের অযোগ্য’ বলে উল্লেখ্য করেছেন দম্পতি৷

advertisement

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, মামলায় বলা হয়েছে যে ওয়াটারপ্রুফিং ইস্যুগুলি $১.৫ মিলিয়নের বেশি হবে৷ পাশাপাশি “জেনারেল ড্যামেজ” বা অন্যান্য সাধারণ ক্ষতি প্রায় $২.৫ মিলিয়ন (প্রায় ২০ কোটি টাকা) হতে পারে। অতএব, প্রিয়াঙ্কা এবং নিক ক্ষতিপূরণ চাইছেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra and Nick Jonas: শেষমেশ ‘ঘরছাড়া’ হলেন নিক-প্রিয়াঙ্কা! কোটি টাকার বিলাসবহুল প্রাসাদ ত্যাগ কেন করলেন নায়িকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল