সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের সেট থেকে তোলা একটি ভাগ করে নিয়েছেন পল্লবী। লেখা, ‘বাড়িতে বসে শুটিং আর ভাল লাগছে না। দ্রুত সুস্থ হয়ে স্টুডিয়োতে ফিরে এস’। কিন্তু এই পোস্ট আসলে পল্লবীর নয়। নিম ফুলের মধুর পর্ণা জানিয়েছেল, ‘ওটা আমার অ্যাকাউন্টই নয়! ফেসবুকে আমার কোনও অ্যাকাউন্ট নেই।’ রইল সেই নকল পোস্ট।
advertisement
দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-র কেন্দ্রীয় চরিত্র রুবেল দাস।মঙ্গলবার ‘নিম ফুলের মধু’-তে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, সিরিয়ালে সেটে বাসের উপর থেকে লাফ দেওয়ার একটি দৃশ্যের শ্যুট চলছিল। তখনই সেখান থেকে বেকায়দায় পড়ে গিয়ে দু‘পায়ের গোড়ালি ভেঙে যায় রুবেলের। সঙ্গে সঙ্গে প্লাস্টার করা হয় তাঁর পায়ে। চিকিৎসক ছয় সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: পায়ে প্লাস্টার নিয়েই মেগায় ফিরলেন রুবেল! ‘নিম ফুলের মধু’-র অনুরাগীদের মুখে হাসি
প্রসঙ্গত, রবিবার রাতে শ্বেতা তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও শেয়ার করেছেন৷ যেখানে দেখা যাচ্ছে রুবেল একটি বাচ্চা ছেলেকে ডাম্বেলের মতো মাথার ওপর তুলে ধরেছেন৷ শ্বেতার পোস্ট থেকেই জানা গেল রুবেলের ব্যায়ামের নতুন ‘ডাম্বেল’ তাঁর নিজেরই ভাগ্নে। মামার শরীরচর্চা এখন ভাগ্নেকে নিয়ে৷