একসঙ্গে কোনও ছবিতে কাজ করেননি মিমি ও শুভশ্রী। তবে তাঁদের পারস্পরিক সৌজন্য ছিল। মিমির ‘দুষ্টু কোকিল’ গানে নেচেছেন শুভশ্রী। দর্শকাসনের সামনের সারিতে বসে উপভোগ করেছেন মিমি। শুভশ্রীর সন্তানের জন্য উপহার পাঠিয়েছেন নায়িকা। এ বার আলোচ্য সেই রিল। ভিডিওতে শুভশ্রী প্রথমে বলছেন, ‘বলিউডের যদি দীপিকা পাডুকোন থাকে বাংলায় আছে মিমি!’ মিমি বলেন, ‘লেডি সুপারস্টার…’ তারপরেই একে অপরকে চুমু, গালে গাল লাগিয়ে পাউট করলেন দুই তারকা।
ভিডিয়োটি ভাগ করে নিয়ে দুই নায়িকা লিখেছেন, “এই বছরের সেরা যুগলবন্দি।” ভক্তকূল একসঙ্গে দুই নায়িকাকে কোনও ছবিতে দেখার অপেক্ষা করছেন। এর আগে একফ্রেমে পাওয়া যায়নি তাঁদের। প্রসঙ্গত এবার পুজোয় মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ ২’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মিমির বিকিনি লুক দেখে মানুষ কুপোকাত। আবার ‘ধূমকেতু’র পরে শুভশ্রীর ভক্তের সংখ্যা যেন আরও বেড়ে গিয়েছে। মোট কথা, দুই নায়িকাই টলিউড কাঁপাচ্ছেন।