লীলাবতি হাসপাতালে স্বামীর পাশে থাকতে সকালের দিকেই পৌঁছে যান করিনা। তবে সারাদিন সইফের আঘাত বা আততায়ীর প্রবেশ নিয়ে কিছুই বলেননি অভিনেত্রী। এই প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী। তিনি মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে তাঁর পরিবারের থেকে এইমুহূর্তে সামান্য দূরে থাকার অনুরোধ জানিয়েছেন করিনা।
আরও পড়ুন: বাজার থেকে ভুলেও কিনবেন না এই ৫ মাছ! ভেতরে গিয়েই ঝাঁঝরা করছে শরীর
advertisement
করিনা তাঁর পোস্টে লিখেছেন, ‘‘আমাদের গোটা পরিবারের জন্য আজকের দিনটা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। এখনও পুরোটা বুঝে উঠতে পারছি না, চেষ্টা করছি সামলে ওঠার। এই কঠিন সময়ে মিডিয়ার কাছে আমার অনুরোধ এই ঘটনা নিয়ে বিশেষ জল্পনা এবং রিপোর্ট করবেন না।’’
করিনা আরও লেখেন, ‘‘সকলের উদ্বেগকে আমরা সমর্থন করি। কিন্তু ক্রমাগত নিরীক্ষণ এবং পর্যালোচনার এই মুহূর্তে আমাদের পরিবারের নিরাপত্তার জন্য খানিকটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আমার বিনীত অনুরোধ এই কঠিন সময়ে আমাদের কিছুটা গণ্ডির মধ্যে থাকতে দিন। পরিবার হিসাবে এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমাদের সুযোগ দিন। এই সংবেদনশীল সময়ে আপনার বোঝাপড়া এবং সহযোগিতার জন্য আমি আপনাকে আগাম ধন্যবাদ জানাতে চাই।”