এ দিনের দুর্ঘটনার বাংলার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহতও হয়েছেন প্রায় ১০০০জন। সেখানে রাজ্যের বাসিন্দাদের পাশাপাশি থাকতে পারেন বাংলাদেশের কোনও বাসিন্দাও। কারণ, হাওড়া-শালিমার বা সাঁতরাগাছি থেকে দক্ষিণভারতগামী প্রচুর ট্রেন প্রতিদিন ছাড়ে। তাতে ভারতের পাশাপাশি বাংলাদেশের বহু মানুষ সওয়ারি হন। তাঁদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশের মানুষই যান চিকিৎসা করানোর জন্য। তাই এ দিনের থেকেও প্রতিবেশী দেশের কেউ থাকতেই পারেন।
advertisement
আরও পড়ুনঃ দুর্ঘটনার ১ সেকেন্ড আগে কী ঘটেছিল? হাড়হিম করা অভিজ্ঞতা করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীর
এই মর্মে আজ শনিবার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে একটি হটলাইন নম্বরও দেওয়া হয়েছে। যে নম্বরে হোয়াটস অ্যাপ করে করে বাংলাদেশের যাত্রী বা তাঁদের আত্মীয়রা যে কোনও সাহায্য পাবেন। নম্বরটি হলঃ +৯১ ৯০৩৮ ৩৫৩৫৩৩।
আরও পড়ুনঃ বালাসোরে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে ৩ ট্রেন, কোন রুটের কোন কোন ট্রেন আজ বাতিল? রইল বিস্তারিত তালিকা
এ দিনের দুর্ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া এ দিন সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুর্ঘটনাস্থলের নিকটবর্তী বেশ স্টেশনের কয়েকটি প্রয়োজনীয় ফোন নম্বর, বাংলাদেশের প্রেস বিজ্ঞপ্তি এবং নিহতের সংখ্যা ও ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “কারো পরিচিত কেউ এই ট্রেনে ট্রাভেল করলে খোঁজ নিন”।
প্রসঙ্গত, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত এবং আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শনিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৮। আহত ৯০০ জনেরও বেশি। আশঙ্কা করা হচ্ছে , উদ্ধারকাজ যত এগোবে, নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়বে। এখনও ট্রেনে অনেক যাত্রী আটকে থাকতে পারেন বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। গভীর রাতে ট্রেনের দরজা ভেঙে, গ্যাস কাটার দিয়ে উদ্ধারকাজ চালানো হয়। প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে প্রতিনিধিদল পাঠিয়েছেন।