ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস হওয়া যথেষ্ট কঠিন৷ সেই চ্যালেঞ্জটাই বাস্তবে পরিণত করেছেন কীর্তনা৷ এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি নির্দ্বিধায় ত্যাগ করেছেন শিল্পীর কেরিয়ার৷ শিশুশিল্পী হিসেবে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি৷ ‘কারপুরাডা গোম্বে’, ‘গঙ্গা যমুনা’, ‘মুড্ডিনা আলিয়া’, ‘উপেন্দ্র’, ‘কন্নুর হেগ্গাদাতি’, ‘লেডি কমিশনার’-সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে৷
advertisement
পরবর্তী জীবনে অভিনয় পেশায় থাকতে চাননি কীর্তনা৷ ইউপিএসসি পরীক্ষায় প্রথম বারই উত্তীর্ণ হতে পারেননি৷ পঞ্চম বারের পরীক্ষাতেও ব্যর্থ হন তিনি৷ ষষ্ঠ বারের প্রয়াসে স্বপ্ন পূর্ণ হল৷ মেধাতালিকায় স্থান হল ১৬৭৷ এখন তিনি কর্নাটকের মাণ্ড্য জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কর্মরত৷ তাঁর যাত্রাপথ আরও রোমাঞ্চকর, কারণ অভিনয় এবং পড়াশোনার মধ্যে ভারসাম্য রাখতে হয়েছে৷ ‘গঙ্গা যমুনা’, ‘কারপুরাডা গোম্বে’, ‘মুডিনা আলিয়া’-সহ একাধিক জনপ্রিয় শোয়ে অভিনয়ের পাশাপাশি তিনি আইএএস অফিসার হওয়ার প্রস্তুতি নেন৷
আরও পড়ুন : ৫ বার ব্যর্থ হয়ে শেষ সুযোগেই বাজিমাত! সুন্দরী এই IAS অফিসারের জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতেও তুঙ্গে
কীর্তনা প্রমাণ করেছেন স্বপ্ন পূরণের ইচ্ছে থাকলে উপায়ের অভাব হয় না৷ যাঁরা ইউপিএসসি পরীক্ষায় সফল হতে চান, তাঁদের কাছে নিজের যাত্রাপথ উদাহরণস্বরূপ তুলে ধরতে চান এই তরুণী৷