আরও পড়ুন: বলি নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সিরাজ! খবর প্রকাশ্যে আসতেই হইচই, জানেন কোন অভিনেত্রী?
নিজের সাম্প্রতিক ভ্লগে অর্চনা এই ঘটনা বিস্তারিতভাবে জানিয়েছেন। এমনকি নিজের পরিবারের প্রতিক্রিয়াও তুলে ধরেছেন তিনি। এই দুর্ঘটনার কথা অর্চনার পুত্র আয়ুষ্মান নিজের ভাই আর্যমানকে বলেছিলেন। মায়ের চোটের কথা শুনে পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলেন তিনি। কোনওরকমে চোখের জল ধরে রেখেছিলেন। আর্যমান জানতে পারেন যে, তাঁর মায়ের মুখে কালশিটে পড়ে গিয়েছে। অর্চনার স্বামী প্রমিত শেঠি পরে জানান যে, ফ্র্যাকচারের কারণে অর্চনার কব্জিতে একটি তার ঢোকাতে হয়েছে চিকিৎসকদের।
advertisement
ইনস্টাগ্রামে নিজের স্বাস্থ্য সংক্রান্ত একটি আপডেট পোস্ট করেছেন অর্চনা নিজেই। হাসপাতালের সেই ভিডিওতে নিজের চোটও দেখিয়েছেন অভিনেত্রী। অর্চনা লিখেছেন যে, “যা হয়, তা ভালর জন্যই হয়… আমি এটা বিশ্বাস করার চেষ্টা করছি… বরাবরের মতো ইতিবাচক থাকার চেষ্টা করছি।”
আরও পড়ুন: সরস্বতী পুজোয় শীতের আকাল! বেশি দিন নেই, দক্ষিণবঙ্গে কবে থেকে গরম পড়বে জানাল হাওয়া অফিস
একই ভ্লগে অর্চনা নিজের সার্জারির বিষয়টাও তুলে ধরেছেন। পড়ে যাওয়ার জেরে অভিনেত্রীর ঠোঁটের কাছে চোট লেগেছে। জায়গাটা ফুলেও গিয়েছে। চোটের পরিমাণ নিয়ে অবিশ্বাসও প্রকাশ করেছেন তিনি। যদিও এত সবকিছু সত্ত্বেও দৃঢ় সঙ্কল্প প্রদর্শন করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন যে, খুব শীঘ্রই শ্যুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। অর্চনার কথায়, “মাঝপথে শ্যুটিং ছেড়ে যাওয়ার জন্য আমি রাজকুমার রাও-কে ফোন করে ওঁর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি আজ রাতেই ফিরছি। কারণ নাহলে প্রোডাকশনকে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হবে।”
এত চোট পেয়েও কীভাবে যে অর্চনা শ্যুট সামলাবেন, সেই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বামী পরমিত শেঠি। কিন্তু অর্চনা ব্যাখ্যা করে জানিয়েছেন যে, ভেঙে যাওয়া হাত ঢাকার জন্য তিনি ফুল-স্লিভড আউটফিট পরে থাকবেন। শুধু তা-ই নয়, প্রযোজক দল অর্চনা আশ্বস্ত করে জানিয়েছে যে, কম শিডিউলেই তাঁকে দিয়ে কাজ করানো হবে। প্রতিদিন শুধুমাত্র তিন ঘণ্টার জন্যই শ্যুটিং করবেন তিনি। এহেন দুর্ঘটনা সত্ত্বেও কাজের প্রতি অর্চনার অঙ্গীকার অটুট রয়েছে। যা সত্যিই প্রশংসনীয়!