ভিডিওটির অভিনেত্রী অমৃতা জানিয়েছেন,”গানের কথাগুলো ভীষণ সুন্দর এবং দারুণ কম্পোজিশনের অভিজ্ঞানের সঙ্গে আমার আগেও পরিচয় ছিল৷ একসঙ্গে কাজ করে খুব ভাল লাগলো,আমরা একটা ছোট্ট ইউনিট নিয়ে কাজ করেছি৷ কাজের অভিজ্ঞতা ছিল ভীষণ সুন্দর৷ আমার সহ অভিনেতা ছিল অর্ক৷ ওর সঙ্গে এর আগেও আমি একটা ওয়েব সিরিজ করেছি.আমরা সাবেকি বাড়িতে শুট করেছি ,যেখানে ঠাকুর তৈরি হচ্ছিল ৷ উত্তর কলকাতার অলিতে গলিতে যেখানে নস্টালজিয়া আছে, সেটা গানের মধ্যেও আছে ,তাই জন্যেই প্রজেক্টটা আরো বেশি করে করা৷ আশা করি পুজোর সময় এই গানটা যখন মানুষের কাছে পৌঁছবে,তখন সকলের খুব ভালো লাগবে৷“
advertisement
কাজের অভিজ্ঞতা সম্পর্কে অর্ক জানিয়েছেন, “এই গানটি শোনার পর আমি এতে অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাইনি। পরিচালক অভিজ্ঞান মুখোপাধ্যায় গানটিকে নিখুঁত আকারে গড়ে তুলেছেন। অনেকদিন ধরেই আমি তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। অমৃতার সঙ্গে এটি আমার দ্বিতীয় প্রজেক্ট। সব সময়ের মতোই তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ ছিল। আমি পুরোপুরি আশাবাদী যে দর্শকরা গানটিকে ভীষণভাবে পছন্দ করবেন।”
পরিচালক অভিজ্ঞান মুখোপাধ্যায় জানিয়েছেন, ”সুমন দার সুর করা গানটি শুনেই আমি প্রথম মুহূর্তে মুগ্ধ হয়ে যাই এবং মনে হয়েছিল একটি মধুর দাম্পত্য প্রেমের গল্প তুলে ধরা যায়—যা উত্তর কলকাতার সৌন্দর্য, তার অলিগলি, ঐতিহ্যবাহী বাড়ি এবং দুর্গাপুজোর আবহকে আরও উজ্জ্বল করে তুলবে। অর্ক ও অমৃতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল সত্যিই আনন্দের। তাঁদের অসাধারণ অনস্ক্রিন কেমিস্ট্রি এই গল্পটিকে জীবন্ত করে তুলেছে।আমার ডান হাত ও বাঁ হাত—সহকারী পরিচালক দেবদত্ত ঘোষ এবং শুভদীপ মিত্র—তাঁদের ছাড়া এই শুট এত মসৃণভাবে সম্পন্ন হতো না। আর এই ভিডিও প্রযোজনা করার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বিবেককে।”