বেঙ্গালুরুর মেয়ে স্পন্দনার বাবা উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। ২০০৭ সালে কন্নড় অভিনেতা বিজয়কে বিয়ে করেন স্পন্দনা। তারকা দম্পতির পুত্রসন্তান রয়েছ। নাম, সৌর্য। ১৬তম বিবাহবার্ষিকীর ১৯ দিন আগেই স্বামীকে একা রেখে চলে গেলেন স্পন্দনা।
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত সদ্যোজাতকে নিয়ে একা মা! স্বামী করণ ছিলেন না কাছে, সত্য ফাঁস করে কান্না বিপাশার
advertisement
জানা গিয়েছে, বুকে ব্যথার কথা জানিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্পন্দনাকে। কিন্তু শেষরক্ষা হয়নি। দেশে ফেরার আগেই চলে গেলেন তিনি। শোনা গিয়েছে, স্পন্দনার রক্তচাপের মাত্রা কমে গিয়েছিল। আপাতত স্পন্দনার দেহ নিয়ে বেঙ্গালুরুতে ফেরার বন্দোবস্ত করছেন বিজয়ের পরিবার। আগামিকাল, মঙ্গলবার তাঁর সৎকার হবে। যেই মুহূর্তে স্পন্দনার মৃত্যুর খবর দেশে পৌঁছেছে, বিজয়ের পরিবার ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়েছে।
কেবল তাঁর স্বামীই বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন, স্পন্দনা নিজেও রবিচন্দ্রনের সঙ্গে ‘অপূর্ব’ ছবিতে অভিনয় করেছিলেন ২০১৬ সালে। প্রসঙ্গত, কয়েক বছর আগে বিজয়ের তুতো ভাই, সুপারস্টার পুনীত রাজকুমারও হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছিলেন।