সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ড, ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তী, পরিচালক মুকেশ ছাবড়া সবাই শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ সেই তালিকায় রয়েছেন একতা কাপুর ও শেখর সুমনও ৷
advertisement
ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন শেখর সুমন ৷ তিনি লিখেছেন 'সুশান্ত তুমি আমাদের সবাইকে দৈবিক জ্যোতি দিয়ে ঝলমলে করেছো, এই পৃথিবী কখনই তোমাকে ভুলবেনা, তুমি বহু বিহারীদের অনুপ্রেরণা যারা ছোট শহরে জন্মেও বলিউডে পা রাখার সাহস করে ৷'
শেখর সুমন সেই সমস্ত মানুষদের মধ্যে অন্যতম যাঁরা ক্রমাগত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়ে আসছেন ৷ #justiceforSushantforum নামে একটি অনলাইম ফোরাম প্রস্তুত হয়েছে ৷ সেই সংস্থার পক্ষ থেকে সুশান্ত সিং রাজপুতের পরিবারের লোকেদের সঙ্গে দেখাও করা হয়েছে ৷