TRENDING:

Tunisha Sharma and Sheezan Khan: হাসপাতালে ভর্তি দিদি, অটিস্টিক ভাই অসুস্থ, তুনিশার মৃত্যুর পর সিজান-পরিবারে ঝড়

Last Updated:

Tunisha Sharma and Sheezan Khan: হঠাৎ সিজানের মায়ের দীর্ঘ পোস্ট এবং চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। তাঁর পোস্ট থেকে জানা যায়, সিজানের এক দিদি, অভিনেত্রী ফালাক নাজ হাসপাতালে ভর্তি। তাঁর অসুস্থতা সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: গত ২৪ ডিসেম্বর মেকআপ রুম থেকে উদ্ধার করা হয় নিথর অভিনেত্রী তুনিশা শর্মার দেহ। পরের দিন সেই ধারাবাহিক 'আলিবাবা: দাস্তান-এ-কবুল'-এরই নায়ক, তুনিশার প্রাক্তন প্রেমিক সিজানকে গ্রেফতার করা হয় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে।
তুনিশা সিজান
তুনিশা সিজান
advertisement

এই ঘটনার পর থেকে তুনিশার মা এবং সিজানের পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। সাংবাদিক সম্মেলন করে সিজানের দিদিরা এবং মা তুনিশার মৃত্যুর জন্য দায়ী করেন প্রয়াত নায়িকার মাকে। অন্যদিকে সিজানকে শাস্তি না দেওয়া পর্যন্ত চুপ থাকবেন না প্রতিশ্রুতি নিয়েছেন তুনিশার মা।

আরও পড়ুন: মৃত্যুর দিন কয়েক আগে ৩ হাজার টাকা ধার চান তুনিশা, দুই পরিবারের তথ্য ফাঁস সনিয়ার!

advertisement

আরও পড়ুন: সেই ঘরে এখন তালা, তুনিশা চলে যাওয়ার পর সেটে কাজ করতে পারছে না কেউ, জানালেন বাঙালি নায়িকা

এরই মধ্যে হঠাৎ সিজানের মায়ের দীর্ঘ পোস্ট এবং চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। তাঁর পোস্ট থেকে জানা যায়, সিজানের এক দিদি, অভিনেত্রী ফালাক নাজ হাসপাতালে ভর্তি। তাঁর অসুস্থতা সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। কেবল ছবিতে দেখা গিয়েছে, তিনি হাসপাতালের শয্যায় শুয়ে। চোখ বন্ধ। ছবির উপরে তাঁর মা লিখেছেন, 'ধৈর্য'।

advertisement

সিজান

তার সঙ্গে দীর্ঘ এক পোস্টে তিনি জানান, সিজানের ভাই অটিস্টিক। এবং সেও বেশ অসুস্থ বলে জানান সিজানের মা। তাঁর প্রশ্ন, 'আমি বুঝতে পারছি না, আমাদের পরিবারকে কিসের শাস্তি দেওয়া হচ্ছে? গত এক মাস ধরে আমার ছেলে সিজান কোনও প্রমাণ ছাড়া জেলে বন্দি রয়েছে। আমার মেয়ে ফালাক হাসপাতালে ভর্তি। সিজানের ছোট ভাই অটিস্টিক, সেও খুব অসুস্থ। অন্যের সন্তানকে ভালবাসা কি এক মায়ের জন্য অপরাধ? তা কি বেআইনি। ফালাক যে তুনিশাকে ছোট বোনের মতো ভালবাসত, সেটাও কি অপরাধের? তুনিশা আর সিজান যে নিজেদের সম্পর্কে স্পেস দিচ্ছিল, সেটাও উচিত নয়?'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

চলতি মাসের শুরুতে সিজানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে মুম্বইয়ের আদালত।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tunisha Sharma and Sheezan Khan: হাসপাতালে ভর্তি দিদি, অটিস্টিক ভাই অসুস্থ, তুনিশার মৃত্যুর পর সিজান-পরিবারে ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল