গতকাল, মঙ্গলবার রাতে বুকে ব্যথা হওয়ায় আজ, বুধবার সকালে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হৃদরোগ বিশেষজ্ঞ ড. প্রিয়ম মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জানা গিয়েছে, হার্টে সম্পূর্ণ ব্লকেজ রয়েছে। পেসমেকার বসাতে হবে। এই মুহূর্তে শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে পরিবারের তরফে অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে কোনওরকম বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে না। তাঁদের বক্তব্য, যা বলবেন, চিকিৎসকেরাই বলবেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। পরবর্তীতে মেডিক্য়াল টিম বসানো হতে পারে আগামী সিদ্ধান্তের জন্য।
advertisement
পরশুদিন পর্যন্ত বোলপুরে ‘দেবী চৌধুরানী’র শ্যুটিং করেছেন সব্যসাচী। গতকাল ফিরেছেন কলকাতায়। শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় তড়িঘড়ি।
পরিবারের সকলে, দুই ছেলে, অর্জুন চক্রবর্তী এবং গৌরব চক্রবর্তী-সহ স্ত্রী মিঠু চক্রবর্তী হাসপাতালে অভিনেতার পাশেই রয়েছেন। ‘ফেলুদা’র অসুস্থতার কথা শুনে টলিপাড়ায় দুশ্চিন্তার ছায়া।